ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে ক. কানাডায় নাগরিকত্ব পাওয়ার শর্তের মধ্যে একটা হলো সিটিজিনশেপ টেস্ট নামক একটা লিখিত পরীক্ষায় পাশ করা। এই পরীক্ষার পড়াশোনা করতে যেয়ে বেশ কিছু মজার জিনিষ জানলাম কানাডা সম্বন্ধে...
--১৮১২ সালে আমেরিকা কানাডা (সে সময়ের ব্রিটিশ উপনিবেশ) দখল করার জন্য কানাডা আক্রমণ করে। সে সময়ে কানাডার সংসদ ভবন ছিল ইয়র্কে (বর্তমান টরন্টোতে)। আমেরিকান সৈন্যরা সে সংসদ ভবন আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বস্তুত: ব্রিটেন-ফ্রান্সের যুদ্ধে নেপোলিয়ানের পরাজয়ের পর-পরই সাগরের রুটগুলোর আধিপত্য চলে যায় ব্রিটেনের কাছে।
নর্থ আমেরিকার আশে-পাশে সেই রুটের দখল নেবার মানষেই এই যুদ্ধ শুরু হয়। প্রায় ২ বছর ব্যাপি চলা এই যুদ্ধের শেষ দিকে কানাডার সৈন্যরা আমেরিকার ওয়াশিংটন ডিসি আক্রমণ করে আমেরিকার সংসদ ভবন আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রতিশোধ হিসাবে। উইকিতে এই সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে ।
আগুনে পুড়ছে ওয়াশিংটন ডিসি
--১৯৪৯ সালে আলবার্টাতে তৈল-গ্যাস আবিষ্কারের পরই কানাডার অর্থনৈতিক সমৃদ্ধি শুরু হয়। অফিসিয়াল ভাষ্যমতে ১৯৫০ সালে প্রথম সব কানাডিয়ান নাগরিক ঠিকমত দুইবেলা খাবার ও বাসস্হানের সংস্হান করতে পারে।
--কানাডার মালিক হলো ব্রিটেনের রাজা/রাণী। বর্তমান রাণী এলিজাবেথ কানাডার হেড অব স্টেট হিসাবে আছেন ৬০ বছর ধরে। ১৯৮২ সালের আগ পর্যন্ত কানাডার সংবিধানের কোন পরিবর্তন করতে ব্রিটেনের অনুমতি লাগতো।
--কানাডা পৃথিবীর ২য় বৃহ্ত্তম দেশ, ১০ বৃহত্তম অর্থনীতি এবং জনসংখ্যা ৩৪ মিলিয়ন
খ. রা-ওয়ান নামক একটা বস্তু পয়দা করার পর শাহরুখ ডন-২ নিয়ে এসেছে। ব্লগে যেভাবে ক্যাম রিপরে "প্রায় ডিভিডি" কোয়ালিটি বলে লিংক দেয়া হচ্ছে আর সবাই হামলে পড়ছে...ধরে নেয়া যায় এই 'বস্তুটি'ও ভালো ব্যবসা করবে।
গ. ২৫ ই ডিসেম্বর যীশু খৃষ্টের জন্মদিন না হওয়ার পরেও এটা কিভাবে বড়দিন হিসাবে বিশ্বব্যাপি স্বীকৃতি পেয়েছে, সেই ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং ।
ঘ. ক্রিসমাসের ১১ দিন বন্ধের প্রথম দিন বৌয়ের সাথে ঝগড়া করে ভালোমতই কেটেছে। বৌকে অবশ্য এখনও বলার সুযোগ পাইনি অফিস থেকে বেষ্ট এমপ্লয়ার হিসাবে কিছু জিনিষ-পাত্তি পেয়েছি।
ঙ. সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দেশে গুম খুন, সন্ত্রাস, নানা রকম অনিশ্চয়তায় মাঝেও সবাই স্বপ্ন দেখেন ভালো করে বাচাঁর।
সবার জীবনযুদ্ধ মসৃণ হোক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।