জীবন স্বপ্ন মানুষ ও আগামীর প্রত্যাশা
নতুন ল্যাপটপ নিয়েছি। ইউরোপে কোনো পাইরেট সফটওয়্যার নেই। খুব ভালো কথা। তাই বলে বিস্টা? বাংলা সফট্য়্যার তাতে ম্যাচ করে না, কতো কিছু লিখতে ইচ্ছা করছে। লিখতে পারছি না।
মায়ের জন্য, আত্মজের জন্য, মৃাতৃভূমির জন্য, প্রিয়জনদের জন্য, প্রিয় সব গাছ, চিরচেনা আকাশ, চিরচেনা লেক, তার পরে শাপলা, গাছ, পাখি, পথ, আমার কর্মক্ষেত্র শিক্ষার্থীদের কোলাহল, এখানের জীবনে এসবের কিছুই নেই। ভালোবাসা নেই, রাগ কিংবা অনুরাগ।
বার বার দুঃসহ যন্ত্রণায় কতোকিছু মনে পড়ে যায়। শিশুকাল, কিশোরবেলা, আমার বেড়ে উঠা গ্রাম, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া হারিধোয়া খাল, সবই ধুয়াশা। জীবন ও বেঁচে থাকার অদম্য লড়াইয়ে আমার পথ চলি।
এভাবেই চলতে হয় বুঝি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।