তোমাকে দিয়েছি চিরজীবনের বর্ষা ঋতু; এখন আমার বর্ষাতে আর নেই অধিকার ।তবুও জলদমন্দ্রে কাঁপে যেহেতু, চোখ ঢেকে তাই মনে করি শুধু ক্ষনিক বিকার। আকাঙ্খা ছিলো তোমাকে সাজাবে বৃষ্টিকণা... কোনও কোনও দিন ঠিক এইভাবে তোমাকেই ভাবা ছেদহীন নিরন্তর। তখন কোথাও অগ্নুৎপাত দাবানল, পোড়াচ্ছিলো ছায়াময় বনান্তর। এভাবেই আসো মুখ ঢেকে অসময় চোখে নোনা জল চিবুক গড়ায়, ব্যথা-ভালোবাসা? -হৃদয়ে সব সয়। জানালার কাচে ঝাঁপসা আলোর আচেঁ কিছু কথা ছিলো হয়তো কোথাও বাকি, অতলে ডুবছে সূর্য মৃতপ্রায়, আধাঁর হাতরে এখনো বেঁচে থাকি। এভাবেই করি বসবাস একসাথে অন্ধকারের গহ্বরে ঘুমহীন। তোমার এখন সুখের শয্যাশয়ন; আমারও বড় ব্যস্ত রাত্রিদিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।