আমাদের কথা খুঁজে নিন

   

এভাবেই

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

এভাবেই নিদ্রিত ক্ষুধাগুলোতে ছড়িয়ে পড়ে জীবনের মাতম ভালোবাসার হাত ধরে গুটি গুটি হেঁটে চলে কৃষ্ণচূড়া নিজেকে আড়াল করে মেপে চলা সময়ের হিসেব জানি এরপরও শেষ হয়ে যাবে উত্তেজনাদীপ্ত বেঁচে থাকা ক্রীড়া এভাবেই; হয়ত ঠিক এভাবেই নয় হয়ত কোনকালেই ঠিক তোমার মত নয় তবুও সরলীকৃত, স্বেচ্ছাআরোপিত তবুও এভাবেই এতসব যুক্তবিযুক্ত নিরন্তর মাতামাতি সৌন্দযর্্যদগ্ধ ঘায়ে সুবাস ছড়ানো নিরীহ মোমবাতি একে একে নিভে নিভে যাবে সব এভাবেই; অবিশ্বাস্য বেঁচে থাকার নিথর আকুতিতে দেখা দেবে একটা দুটো অনুকম্পার ঢেউ মানবিক বলে গালাগালি করবে পান্থজন যদিও ব্যাস্ত সড়কে একথা শুনতে চাইবে না কেউ সে হয়ত ঠিক তোমার মত করে বলবে না হয়ত খুব উপযুক্ত হবে না স্বরে কিংবা উচ্চারণে তবে মোটামুটি এভাবেই, ফেলে দেয়া পুরোনো পোশাকের মত তুমি এড়িয়ে যাবে মৃতের সংলাপ এভাবেই; বোঝা না বোঝার মাঝামাঝি দুলে ঘ্রাণ নিতে নিতে প্রেয়সীর চুলে ঠিক বেঠিকের পুরোনো সেই ভুলে স্বপ্নগুলোকে একটানে দুর্মরে খুলে পুরোনো কড়াইয়ের ভাজাভাজা তেলে গঙ্গা স্নানের শুদ্ধিকরণ জলে কুত্তা খেদানো বেয়োনেটবাজী শূলে পাবলিক বাসে একটানা ঝুলে ঝুলে পতিতার বুকে বরফের মত গলে পোকামাকড়দের আনমনে হাসিমুখে দলে বেঁচে মরে থাকার দুরহ মগ্ন ছলে মরে বেঁচে ওঠার কাবাডী গোল্লাছুট খেলে এভাবেই....একদম, এভাবেই হয়ত ঠিক তোমার মত হবে না ঘটনায়, বর্ননায়, বেঁচে থাকায় হয়ত আমার মতও হবে না তবে এভাবেই.. হয়ত ঠিক এভাবেই হবেনা তবুও এভাবেই...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।