সে এভাবেই আসে। এসে কাপিয়েঁ দেয় , নাড়িয়ে দেয়। তারপর ফিরে গিয়ে আর ফিরে চায়না। যখন আসে যেন ধূলিমাখা দেহখানা নেড়ে-ঝেড়ে আসে। কোথাও এতটুকু বিবর্তন নেই।
আমি তাকে পুরোটাই পাই। সেই প্রেম,সেই হাসি, সেই কান্না, সেই কপট রাগ। সে যে অকৃত্রিম আপন জন। আমার আপন মানুষ। আমি তার হাতেই তো সপেঁ দিতে চেয়েছি আমার নিরাপত্তা।
সে আজ কত দূরে?
কাল সন্ধ্যায় খুব বৃষ্টি হলো। শিলাবৃষ্টি। আকাশ বাতাস কাপিয়েঁ ঝড়ো হাওয়া নাচিয়ে দিল পৃথিবীকে। লাবণী! তুমি আমার বুকে কাঁপন ধরিয়ে ফোন করেছিলে।
২৯-০৩-২০০৯
১১.৫২ সকাল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।