বাতাসের পাখায় ঘুমিয়েছে দেহ আর আয়ূর কাঁটা আরব সাগর ফেটে উড়ছে হলুদ লেবুর রোদ আর ... আমি রানওয়ে ধরে বসে আছি আকাশের হাটু বেয়ে শুণ্যে মেঘ ও সমুদ্র ছোঁব বলে। আমার সাথে যে রমণী ঠোঁটে ঠোঁট রেখে বসে আছে তার সাথে চোখাচোখি মেপে ফেলছি দুবাই শহরের গরম আর বুননের ভাঁজে থাকা মোলায়ামে রেখা। কোস্টা কফিতে চুমুক না দিয়েও তপ্ত হচ্ছিলাম এসময় রমণীরা অবাধ্য হলে বৃষ্টির রঙ বদলে যায়, অপক্ষ থেকে যায় রাগ ও মোহের শরীর... ১৫.১১.২০১১ দুবাই এয়ারপোর্ট, দুবাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।