জীবন যখন ব্যস্ত যেমন দুই পরতা
আমি ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তির স্বাধীনতায় বিশ্বাসী ।
একই সঙ্গে আমার চিন্তা চেতনায় নিজেকে অগ্রসর একজন করার প্রচেষ্টা রাখি । ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিচু অগ্রসর ছাত্রের কাছে আমি বাংলা ব্লগের কথা জানতে পারি । বাংলা ভাষার প্রতি আমার ভালোভাষা অকৃত্রিম ও নিখাঁদ বলেই আমি মনে করি । সেই বিশ্বাসেই বাংলা ব্লগে নিজেকে খুঁজে পাবার চেষ্টা শুরু করেছি, কাউকে চমৎকৃত বা দেখানোর জন্য নয় ।
যারা তা ভাবছেন অবশ্যই ভুল ভাবছেন। আমার চিন্তার স্বাধীনতা আমার প্রেরণা । যদি তাতে কারো কোনো অসুবিধা হয় তবে আমাকে জিদানের জায়গায় দাঁড় করিয়ে দিবেন। আমি সহ্য করতে পারি আমার সীমানা পর্যন্ত ।
আমার কাছে ব্লগ হচ্ছে আমাকে নিজের এবং সমমানসিকতার অন্যদের কাছে তুলে ধরার মাধ্যম ।
তাই ব্লগের প্রথম 9 দিন আমার জন্য মোটেই লেখাবহুল নয় বরং আমি এখনও আমার লেখার পুরো ডাপি খুলিনী।
আমি মনে করি আমার লেখা শালীন, আমার অনুভূতি প্রকাশে সহায়ক এবং আমার জন্য আনন্দদায়ক । তারপরেও যারা মনে করেন আমি মূল পেইজে সব লেখা পোস্ট করি তারা ভুলের স্বর্গে বসবাস করছেন । আমার ব্লগটি ভালো করে পড়ে দেখার অনুরোধ রইল । এখন পর্যন্ত আমার 27 টি লেখা মূল পেইজে আমি পোস্ট করিনি ।
ষুতরাং অভিযোগ তোলার আগে সবার কাছে সম্মান রেখে বলছি যাচাই করে মন্তব্য করুন।
আমার লেখা যদি আপনাদের বিরক্তি উদ্রেক করে তাতে আমি দুঃখিত এবং আপনার প্রতি পরামর্শ দয়া করে আমার পোস্টগুলো এড়িয়ে যাবেন । এর বেশি কিছু করতে আমি অপারগ।
আর ছোট পোস্ট বড় পোস্টের যারা বিভেদ করেন তাদের কাছে আমার শ্রদ্ধেয় স্যার হুমায়ূন আজাদের একটি কথা জানিয়ে দিতে চাই, স্যার বলতেন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শব্দটি সবচেয়ে ছোট । শবদটি হচ্চে-আমি।
আমার মনে হয় আমার বড় পোস্টগুলোর চেয়ে ছোট পোস্টগুলো আরো শক্তিশালী এবং আবেদনময়ী ।
যারা পরামর্শ দিয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ।
দেখা হবে বন্ধু একটু পরের পোস্টে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।