পূর্ণেন্দুরাতে ভাসে দেখো জঙ্গ পরাণ ছেঁড়ামেঘ লৌহতারায় বাজে পাখোয়াজ এমন বউড়ী নিশায় পুটলিভরে বান্ধি লও যদি বারমাসি গীত মোর ছায়াদেহে পাবে তোমার ঢেলে দেয়া রতি-লতি নীল ধানুকী মীড়। বয়েত হৈল না বুঝি ভাটি-ভাগীরথী ওমে পূরবী রাগের কাছে গচ্ছিত একলক্ষ চুমে বন্ধক রেখেছি আমার বিবিধ মৃত্যুরে। শুধু তুমি জানো কত রক্তনদ নখরে কাটা যায় এক জনমে অষ্টনাগ হওয়া যায় সেও অজানা নয় নিমগ্ন প্রার্থনায় বশিকরণ হয় শুধু তুমি বুঝলেনা তুমি যা গোপন করো তারও প্রতিসরণ হয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।