আমাদের কথা খুঁজে নিন

   

পান্থ বিহোস কে ধন্যবাদ



"নিজের ওয়েবসাইট বা ব্লগসাইটটি ফ্রিতে সেটাপ করে নিন" শিরোনামের ২০০৯ এর অগাষ্ট মাসে ব্লগ পড়ছিলাম। হেডিং এর লেখাদুটোতে চোখ আটকে গেল। "আই লাভ বাংলাদেশ" এর নিচেই "আই লাভ মাইসেল্ফ" বাক্য দুটি সাজানো। জনৈক জিন্নত ভায়ের কথাটা আমার খুব মনে ধরেছে - "যা কিছু জানো, তা নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেয়ার মধ্যেই আনন্দ"। আমার মিসেস শিক্ষাকতা করেন।

একাডেমিক লেভেলে তাকে যে পরিমান শ্রম দিতে হয়েছিল, এখন পড়ানোর ক্ষেত্রে তাকে আরও অনেক অনেক বেশী পড়তে হচ্ছে, জানতে হচ্ছে। ফলে আমার সন্তানদের জন্য তার পক্ষ্যে সময় বের করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তার অর্জিত জ্ঞান ছড়িয়ে দিতে পেরে তার আনন্দটাকে আমি উপভোগ করি; সাথে আমার সন্তানেরাও। ----------------- আর পান্থ বিহোসের মতো আমিও "আমি নিজের কাছে নিজে জবাবদিহী করতে পারার সাহস রাখি"। আসলে দুনিয়ায় প্রকৃত সাহসী মানুষের সংখ্যা নেহায়েৎ কম নয়।

প্রসঙ্গত: বলে রাখি, আমি বেচারা নেট সর্ফিং ও ব্লগে নবাগত। অনেক কিছুই জানিনা। তবে আমার জানার ইচ্ছা প্রবল। বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব পেজ ডেভলমেন্ট বিষয়ে। সামুতে দেখলাম এখানে নেই, এমন কোনও বিষয় নেই।

আমার খুব ভালোলাগছে। গত মাসে ঈদের আগে সিটিসেলের জুম মোডেম নিয়েছি। প্রথম মাসে তিন জিবি ফ্রি ছিল ইউ টিউবে ইচ্ছামতো ভিডিও ক্লিপ দেখেছি। পাকিস্তানের দুই ভাইকে প্রকাশ্যে রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলার দৃশ্য; আর পাবনার উপর সামু'র একটা ভিডিও ক্লিপ এর মাঝে কোনও তফাৎ দেখলাম না। মানুষ এতটা উন্মত্ত হয়ে আরেকজন মানষকে দল বেধে দলিয়ে- মাড়িয়ে -পিটিয়ে - ঢিল মেরে ইঁদুরের মতো মেরে ফেলতে দ্বিধা করে ন! ঐ রাস্তায় পড়ে থাকা লাশের স্বজনদের সামনে কিম্বা অগোচরে তার কি নিজের কাছে জবাবদিহী করার সাহস রাখে? -সকল সাহসী মানুষের জন্য শুভেচ্ছা রাইল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।