আমাদের কথা খুঁজে নিন

   

সামু লাইভ করেছে, আপনি করবেন না কেন? ( জানলে ভালো, না জানলে আরো ভালো মার্কা পোস্ট )

দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ কোন প্রোগ্রাম লাইব ওয়েবকাস্ট করা এখন এক নতুন চল হয়ে উঠেছে। আমাদের সামু মামু ঐদিন ব্লগ ডে লাইভ করল। চাইলে আপনিও আপনার ফেসবুক পেজে যে কোন প্রোগ্রাম লাইভ ওয়েবকাস্ট করতে পারেন এবং অবশ্যই বিনামূল্যে।

যা যা লাগবেঃ ১। ফেসবুক পেইজ (তৈরি করা তেমন কোন ব্যাপার না। আর হ্যাঁ, ফেসবুক পেজেই করা লাগবে এমন কন কথা নেই। আপনি ustreamএর সাইটেও লাইভ ওয়েবকাস্ট করতে পারবেন) ২। ওয়েবক্যাম (কিনার টাকা আবার আমার কাছে চাইয়েন না) ৩।

মাইক্রোফোন (হেডফোনের মাউথপিছ হলেও চলবে) তো শুরু করা যাক ► প্রথমে এই ঠিকানায় যেয়ে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে sign up করে নিন। ► পরে এখানে যেয়ে Get it now ক্লিক করুন। ► ফেসবুকে Log in করে Get it now ক্লিক করুন। ► Add Ustream Live ক্লিক করুন। ► আপনার পেজে রিডাইরেক্ট হলে Ustream Live ট্যাবে ক্লিক করে নিম্নের ছবির মতো করুন।

► এবার Ustream Live Settings এ Ustream Channel এর নাম দিন। আরো পরিবর্তনের জন্য Customize Features & Layout থেকে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে Save Changes করুন। ► এখন নিম্নোক্ত Dropdown menu থেকে Go Live! সিলেক্ট করুন। ওয়েবক্যাম এবং মাইক্রোফোন সংযোগ দিয়ে নিন। ► এরপর নিচের ছবিগুলোর মত ফলো কর যান।

► নতুন pop-up উইন্ডো লোড হলে Start Broadcast ক্লিক করুন। ► ব্যস, আপনি এখন লাইভ। প্রোগ্রামটি যাদের দেখাবেন তাদেরকে আপনার পেইজে Ustream ট্যাবের লিংকটি শেয়ার করুন। ► শেষ হলে Stop Broadcast ক্লিক করুন। ধন্যবাদ আজ আসছেনতো? সিনেমাখোরদের আড্ডায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.