পথ্য তো রোগীরও লাগে না ভালো! যদিও এটা তার রোগ সারিয়ে তুলতে সাহায্য করবে,তথাপিও! - বছর দশেক আগের কথা। এটা উত্তরবঙ্গের। একজন বয়বৃদ্ধ। কিতাবও লিখেছেন দু'চারটে। চারটে খানি কথা? জ্ঞানের ঠেলায় নামাজেও দাঁড়াতে পারেন না।
এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে, নামাজ নাকি তার পড়তে হবে না।
- একজন মুরিদানকে নামাজ এর গুরুত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন- নামাজ কেবলই আম-পাবলিকের জন্য। তার উত্তরে যখন বলা হল: নামাজ তো আল্লাহর রাসূলও বাদ দেননি, তাহলে কি আপনাদের পীর নবীকেও ছাড়িয়ে গেছেন? 'নামাজকে বলা হয়ে থাকে জান্নাতের চাবি' আর বিচার দিবসে নামাজেরই হিসাব গ্রহণ করা হবে প্রথমে- এ সম্পর্কে আপনার বক্তব্য কি?
- তিনি বললেন: পীরের দো'আতে আমাদের জান্নাত বরাদ্দই রয়েছে। জাহান্নামের কথা তো আসতেই পারে না।
-এতটা নিশ্চিত হলেন কি করে, যেখানে অনেক প্রথম স্থরের সাহাবারাই সন্দিহান প্রকাশ করেছেন?
- জবাবে তিনি বললেনঃ কেননা, আমরা মারা গেলে বা আমাদের মধ্য থেকে যারা মারা যায় তাদের কাফনের মধ্যে সাজদাহ শরীফ (যা পীর সাহেবের লিখা) গ্রন্থখানা দিয়ে দেওয়া হয়।
উক্ত গ্রন্থের মাধ্যমে আমাদের খোদা জেনে যাবেন যে আমরা কোন পীরের মুরিদান। এদের কবরগুলোর উপরে লাল রঙের ছায়মানা টাঙ্গানো হয়।
- আপনার পীরের লিখা একখানা বই-ই যদি জান্নাতে প্রবেশের রাস্তা হয়ে যায় তবে সমগ্র মুসলিম উম্মাহ কেন এটা কপি করে নিজেদের জন্য জান্নাতে আপন স্থানটা বরাদ্দ করে নেয় না? আমরা তো জেনেছি এবং দেখেছি যে, আপনারা যিকির নামে নাচ-গান-বাজনাও করে থাকেন; প্রশ্ন হল- নাচ-গান সম্পর্কে আপনার পীরের অভিমত কি?
- তিনি বললেনঃ আমাদের পীর বলেন কোরআন তো নিজেই গান। কেননা, আমরা সুর দিয়ে পড়ে থাকি। আল্লাহ সুর পছন্দ করেন।
আর নাচের কথাও বলা আছে কোরআনে। গান যেখানে আছে সেখানে নাচ থাকবে না কেন?
- জিজ্ঞেস করলামঃ নাচটা কোথায় পেলেন?
-তিনি বললেনঃ আমাদের পীর বলে থাকেন - নাচ সম্পর্কের কোরআনের শুরুতে কোন কিছু বলা না হলেও একেবারে শেষে বেশী বেশী করে নাচের কথা বলা হয়েছে- প্রায় ৬ বার নাচ শব্দটি এসেছে; কুল আউযু বিরব্বিন নাচ (নাস), মালেকিন নাচ (নাস) ..... নাচের গুরুত্ব অনেক? খোদা বারবার তোমাদের নাচতে বলছেন, সুতরাং তোমরা নাচতে থাকো?
----------------------------------------------------------------------------
পীরকে সিজদাহ দেওয়া প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটি পোস্ট নীচের শিরোনামে দেখুন:-
পীরকে সিজদাহ করা জায়েজ। দলিল দিয়েছেন পীর ও তার মুরিদগণ কোরআন থেকে। :- লিখেছেন Abdullah Arif Muslim
লিঙ্ক : Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।