আমাদের কথা খুঁজে নিন

   

জীবন ও গীটার

All is Well একটি গীটার স্বপ্ন আমার পেয়েছিনু কাছে বলি বারবার, স্বপ্ন যেন হাতের মুঠোয় এসেছে সময় পূর্ণ হবার। কত হাসাহাসি কত নাচানাচি কত কোলাহল কত কাছাকাছি, গীটার আমার সঙ্গী হল মনে হল যেন এই তো বেঁচে আছি। দিন চলে যায় রাত চলে যায় অপেক্ষার ক্ষণ পার হয়ে যায়, শেখা হলনা গীটার আমার সামান্য কিছু অসঙ্গতায়। মন কেঁদে উঠে চোখে পানি ফোঁটে নানা রঙের হাসি ফোঁটে নাতো ঠোঁটে, জীবনও যেন বাঁক নিয়ে নেয় জীবিকার টানে প্রাণপনে ছোটে। ছয়টি তারে ছয়টি করে কষ্টের কথা বলে বারেবারে, জীবনের মাঝে পেয়েছিনু খুঁজে কষ্টের সুর গীটারের তারে। জীবনের চলা কিছু না বলা কষ্ট ছুঁয়েছে বুক পিঠ গলা, হারিয়েছে সুর বেদনা বিধূর ভেঙ্গে যে গিয়েছে গীটারের তলা। বাজেনা গীটার ছিড়ে গেছে তার এই কি লিখন ঐ বিধাতার, শেষ তার ছেড়ার শুধু অপেক্ষা একই কি তবে জীবন ও গীটার?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.