আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল

ভাল লিখা পড়তে পছন্দ করি........ দেশের সব শ্রেণীর গ্রাহকের ব্যবহূত বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) অনুষ্ঠিত বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবাসিক গ্রাহকদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত, সেচ সংযোগ এবং অনাবাসিক (ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান) গ্রাহকের জন্য পাঁচ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই বর্ধিত দাম প্রথম দফায় ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে এবং দ্বিতীয় দফায় আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন দাম বাড়ানোর ঘোষণা দেন। কমিশনের সদস্য মো. ইমদাদুল হক ও সেলিম মাহমুদ এতে উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.