প্রস্থের চেয়ে দৈর্ঘ্য তিনগুণ বেশি আমরা অপেক্ষা করি আকষ্মাত প্রাপ্তির দশ টাকার লটারীর বিনিময়ে দশলক্ষ টাকা অথচ আকষ্মাত যা পাই তা হল মৃত্যু ভেতরের আত্মা এবং দেহ পুড়িয়ে যে মোম গলে যায় তার কোন দুঃখ নেই সব দুঃখ তাদের যারা তন্দ্রাহীন রাতজাগে মোমের আলোয় কালান্তরে খেয়াঘাটের মাঝি সৃষ্টি করে কবিতার প্রচ্ছদে নান্দনিক দৃশ্য এমনই এক ভবিষ্যত কল্পনা করে তোমাকে ভালবাসি আর মনের ক্যানভাসে আঁকি জীবনের প্রচ্ছদ একটা মাত্র সংখ্যার জন্য লটারীর ক্রমিক মিলাতে না পারলে মোমের আলোয় রাত জাগার অবসাদ ফুরিয়ে গেলে শিশির ভেজা পায়ে হেঁটে এসো কম্পমান হাত নাড়িয়ে বিদায় দিয়ো আমার শেষাত্মা ছবি কৃতজ্ঞতা : ব্লগার মৈত্রী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।