আমাদের কথা খুঁজে নিন

   

সত্যি বলছি আমার খুব কষ্ট লাগছে এটা (ভিডিওটা) দেখে। আমি একজন কৃষিবিদ আবার ইকলজিস্ট !! লজ্জা !

'তিতাস একটি নদীর নাম' অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস। ঋত্বিক ঘটকের পরিচালনায় এই উপন্যাস অবলম্বনে একই নামের একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল। ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের এক জরীপে এটি সবার সেরা ১০টি বাংলাদেশী চলচ্চিত্রের তালিকার মধ্যে শীর্ষস্থান লাভ করেছে। কিন্তু যে তিতাস নদী ও নদী মাতৃক জেলে-কৃষকদের জীবন নিয়ে এই উপন্যাস-চলচ্চিত্র, সেই নদীটিকেই মেরে ফেলা হয়েছে। প্রতিবেদকের ভাষায়- "এটি কি বঙ্গবন্ধু বা রবি ঠাকুরের সোনার বাংলা? না কি জীবনানন্দের রূপসী বাংলা? না কি নজরুলের বাংলাদেশ? এই মহামানবেরা আজ বেঁচে থাকলে এই বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখতেন আমরা জানি না।

আমরা শুধু জানি কোন নবী-রাসুলের আঙ্গুলের ইশারায় নীলনদ দ্বিখণ্ডিত হওয়ার মত ঘটনা নয় এটি। একটি নিজ রাষ্ট্রের হাতের ইশারাতেই একটি বিদেশি রাষ্ট্রকে বিশেষ সুবিধা দিতেই দ্বিখণ্ডিত করা হয়েছে একটি নদীকে। ক্ষত-বিক্ষত করা হয়েছে তিতাস নদীর বুক। " ভিডিওটা দেখুন। .....কমেন্টস করতে পারেন, শেয়ার ও করতে পারেন।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.