© তন্ময় ফেরদৌস ব্লগে অনেক সময় পোস্ট দেখতে পাই শর্ট ফিল্ম, ডকুমেন্টারি নিয়ে। অনেকেই নিজেদের পছন্দের সব শর্ট ফিল্ম রিকমেন্ড করেছেন দেখার জন্য। দারুন দারুন সব কাজ। তবে যে শর্টফিল্ম টির কথা আজ শেয়ার করতে যাচ্ছি, সেটা আমার জীবনে দেখা শ্রেষ্ঠ ফিল্ম, বলে দিতে পারি নির্দ্বিধায়। এবং ফিল্মটি তৈরি করেছেন আমাদের দেশের কিছু কৃতিমান সন্তান।
আমি আক্ষরিক অর্থেই কেদে ফেলেছিলাম এই দশ মিনিটের ভিডিওটি দেখে। আজকে অনেক দিন পর আবার দেখলাম। তাই শেয়ার করা।
আমি জানি আপ্নারা অনেকেই দেখেছেন এই ডকুমেন্টারিটি। বিশ্বকাপের ওপেনিং এ পর্যটন কর্পোরেশনের ব্যানারে প্রকাশ হয়েছে এই ভিডিও চিত্র।
আসুন ভিডিওচিত্রটি দেখি এবং জেনে নেই এর পিছনের কিছু কথা।
বিউটিফুল বাংলাদেশ- স্কুল অফ লাইফ।
রেড ডট প্রোডাকশনের এই কাজটিতে শ্রম ব্যয় করেছেন ১৫৮ জন ক্রু। সহায়তায় ছিলো এডভার্টাইজিং ফার্ম গ্রে এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
এর ডাইরেক্টর ছিলেন গাজী শুভ্র।
তিনি রেড ডটের কর্নধারও বটে। তিনি নিজেই প্রডিউস করেছেন এটি।
ডিরেক্টর অফ ফটোগ্রাফি (ডি ও পি) ঃ খস্রু।
প্রোডাকশন ম্যানেজারঃ জাহিদ।
জিএমঃ দিপ মান্না , জয়ন্ত, আশরাফ,
সম্পাদনায় ছিলেনঃ জুয়েল এবং প্রদীপ।
এজেন্সিঃ গ্রে বাংলাদেশ।
ক্লায়েন্টঃ আইসিসি এবং পর্যটন বাংলাদেশ।
মিউজিক ডিরেক্টরঃ আদিত।
আসিস্টেন্ট মিউজিক ডিরেক্টরঃ পৃথ্বী।
লিরিক্সঃ শাওন।
এবং স্ক্রিপ্ট কপিঃ আনাম।
দেখা হয়নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু।
আগে মনে করতাম, জীবনে অনেক কিছু করা বাকি। গুলশানে একটা ফ্লাট কিনতে হবে, বিএমডব্লিউ গাড়ি কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন মনে হয়, এই রকম একটা ফিল্ম বানাতে হবে।
নিদেন পক্ষে দেশের জন্য একটা সাক্ষর তো রেখে যেতে পারবো।
আমরা যে যেখানে আছি, যে যেই সাব্জেক্টে পড়ছি, যেই সাব্জেক্টে কাজ করছি, সেই জায়গা থেকেই যদি কিছু একটা করা যায়,দেশকে এগিয়ে যেতে খুব বেশি কিছু কি বাকি থাকবে ?
আসুন সবাই একসাথে এই চেতনাটুকু গড়ে নেই নিজের বুকের ভিতর। মুক্তিযুদ্ধের চেতনা বুকের ভিতর রেখে তৈরি করি সুন্দর একটা বাংলাদেশ।
আমি জানি, আমরা পারবো। অনেক রক্ত ঝরেছে এই দেশের মাটিতে।
এত রক্ত বৃথা যেতে পারেনা। বৃথা জেতে পারেনা ভাষাযুদ্ধে শহীদ,মুক্তিযুদ্ধে শহীদ, এমন কি শহীদ সাংবাদিকদের রক্তও।
পদে পদে আমাদের যেই অশুভ শক্তি আমাদের পিষ্ঠ করে যাচ্ছে ঘৃনা করি তাদের। থু থু......ধিক্কার তোদের। সেই অশুভ শক্তি কখনো বৃটিশ, কখনো পাকিস্তান কখনো ভারত।
আমরা বাঙ্গালী, আমরা ঘুরে দাড়িয়েছি বারবার,আমরা ঘুরে দাড়াবো বারবার। কোন বিদেশি শক্তির আগ্রাসনকে আমরা মেনে নেইনি কখনো। হোক সেটা রাজনৈতিক, হোক সেটা ব্যাবসায়িক, হোক সেটা সাংস্কৃতিক।
আমি নিশ্চুপ, আমি হতবাক।
আজ ভারতীয় ছবির আমদানী হচ্ছে আমাদের দেশে।
দেশের সংস্কৃতিকে বিকিয়ে দিয়ে, চলচিত্র শিল্পকে ধংস করে ফেলার ষড়যন্ত্র করছে তারা। এই সময়ে যখন চলিত্র শিল্প মুখ থুবড়ে পড়ছে, সেই সময়ে নিজেদের শিল্পকে না বাচানোর চেষ্টা করে বিদেশীদের ব্যাবসা করার সুবিধা করে দেয়া কেমন সিদ্ধান্ত ?
এর জন্য জীবন দিয়েছিলেন জহীর রায়হান ?
আমি কোন টেকনিকাল আলাপে যাবোনা এই পোস্টে। এটা কোন বিতর্ক পোস্ট নয়। একজন সিনেমাপ্রেমী হিসেবে, মিডিয়ার একজন স্টুডেন্ট হয়ে, সর্বোপরি একজন বাংলাদেশি হয়ে এ আমার অব্যাক্ত অনুভুতির প্রকাশ।
এখনি সময়।
কিছু করতে না পারলে আগামী দশ বছর পর এই রকম ফিল্ম আমরা আর পাবোনা। আপনারা যারা ভারতীয় ছবি আমদানির পক্ষে এবং বিপক্ষে, প্লিজ কিছু একটা করি সবাই মিলে। নিজেদের ফিল্ম বাচানোর একটা শেষ চেস্টা করি।
যদি নিতান্তই না পারি ছবি আমদানী বন্ধ করতে, তবে আসুন একসাথে শপথ করি, একদিন আমরাও বানাবো বিশ্বমানের ছবি। যেখানে পাত্তাও পাবেনা ভারতীয় চিত্র।
আসুন আমরা সরকারের কাছ থেকে আদায় করে নেই আমাদের শিল্পকে বাচিয়ে রাখার জন্য সকল রকম সুযোগ সুবিধার প্রতিশ্রুতি।
কেউ যদি আলোচনায় আগ্রহী হন, জানতে চান অন্যদের মতামত, জানাতে চান নিজের মতামত, তবে ঘুরে আসতে পারেন এই পোস্ট টি। View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।