আমাদের কথা খুঁজে নিন

   

'লাইফ ইজ বিউটিফুল'

নন্দন তত্ত্বের এক ব্যতিক্রমধর্মী শিল্প হচ্ছে মুকাভিনয়।

শিল্পকলার অন্য সব মাধ্যমের চেয়ে মুকাভিনয় অনেকটা জটিল ও কঠিন। আর জটিল ও কঠিন এই মাধ্যমে নিজের সম্পৃক্ততা ঘটিয়ে এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন মুকাভিনয় অভিনেতা নিথর মাহবুব। নিজের নান্দনিক পারফরমেন্স দিয়ে মুগ্ধ করেছেন। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে পরিবেশিত হয় নিথর মাহবুবের 'লাইফ ইজ বিউটিফুল' শীর্ষক একক মুকাভিনয়।

প্রায় সোয়া ঘণ্টার এই প্রযোজনাটি সাজানো হয়েছে মূল গল্পের সঙ্গে পাঁচ ভাগে বিভক্ত মুকাভিনয় দিয়ে। 'লাইফ ইজ বিউটিফুল' শীর্ষক মাইম আর্ট এর ব্যতিক্রমী এই প্রযোজনাটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন শিল্পী নিজেই। শিল্পীর নির্বাক পরিবেশনায় উঠে এসেছে সমকালীন বাংলাদেশের বাস্তব চিত্র। উঠে এসেছে তরুণ সমাজের নৈতিক মূল্যবোধের অবক্ষয়, শৈশবের স্মৃতিকাতরতা, বেকারত্ব থেকে মুক্তির উপায়, সামাজিক ও ব্যক্তি মানসের নানা অসঙ্গতি। সর্বোপরি সব বাধা-বিপত্তিকে অতিক্রম করে লক্ষ্যভেদী ও স্বপ্নবিলাসী এক যুবকের বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি ও জীবনমুখী পথচলার সমন্বয়ের নান্দনিক পরিবেশনা 'লাইফ ইজ বিউটিফুল'।

রূপসজ্জা ও সংগীত পরিকল্পনায় ছিলেন শুভাশিষ দত্ত তন্ময় ও আলোক পরিকল্পনায় ছিলেন হেন্ড্রি।

আজ পথনাটক পরিষদের দিনব্যাপী কর্মশালা : বাংলাদেশ পথনাটক পরিষদ ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে আজ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হচ্ছে 'সময়ের নাট্য ভাবনা, নাট্য রচনা ও নাট্য নির্দেশনা' শীর্ষক কর্মশালা। তিন সেশনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছেন গোলাম কুদ্দুছ, মান্নান হীরা ও মামুনুর রশীদ।

মঞ্চস্থ হলো 'দমের মাদার' : জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাট্য সংগঠন নাট্যমের রেপার্টরি প্রযোজনার নাটক 'দমের মাদার'। সাধনা আহমেদের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন আইরিন পারভীন লোপা।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাজমী নুর, শিশির রহমান, পারভীন আকতার পারু, শামীমা আক্তার মুক্তা, ফজলে রাব্বী সুকর্ন প্রমুখ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।