রাকিবুল ইসলাম খোকন্। খালি ছাগু খেদাইতে মন চায়, ভার্চুয়ল ছাগু কিলার ,আপনাগো ডিজিটাল পাগলা। শীতের পিঠা খাইছেন কে কে?? হাত তোলেন !! সন্ধায় জোনাকী পোকা দেখা...... পিঠা খাওযা খুব মজার্! আজ আপনাদের কাছে আমার দ্বিতীয় লেখা উপস্থাপন করব!! কি শীতে আমাদের মদ্ধে একটা জড়তা কাজ করছে তাই না?.... ঘরের বাহিরে য়াওয়ার চেয়ে ভারী সোয়েটার পরিধান করে ব্লগিং করা ঢের মজার কি বলেন?? ব্লগে অনেক ব্লগারই আছেন যাহারা চিরজীবন ঢাকাতেই অতিবাহীত করেছেন । স্থানীয়দের কথা বাদই দিলাম..!! আমি ঢাকাতেই বড় হয়েছি...কিন্ত আমার অনেক সময় গ্রামে কেটেছে। আমি জানি গ্রামে থাকা কতোটা মজার!!! আপনি য্খন রাত্রীতে ঘুমোতে যাবেন্.....বিছানাটাকে মনে হবে প্রকৃতির চাদর! আসি পিঠা প্রসঙ্গে.... ভাপা,চিতই,কুশলি,ফুল পিঠা, দুধ পিঠা, খেজুরের রসের নাস্তার কথা শুনলে আপনি অব্শ্যই এখন ঢাকাতে বসে থাকবেন না?? অবস্য অনেকের হয়তো....ইচ্ছা নাও থাকতে পারে(বেপক কস্ট পাওয়ারে ইমো হবে) আপনাদের কাছে কিছু প্র্শ্ন.......শীতের দিনের বা শীতকালের মজার বেপার গুলো কি কি?? আপনারা কিছু বলেন.....কিছু আমার স্টকে আছে..... আসলে শীতের দিনগুলো অনেকের জন্য আনন্দের হলেও.....অনেক মানুষকে সীমাহীন কস্ট সহ্য করতে হয় যা আমাদের ব্যথিত করে?? আমরা কি পারিনা নিজেদের পুরোতন গরম কাপর গুলো দুখী মানুষদের দিতে?? পথের ছিন্ন বস্ত্র পরিহীত শীশুটিকে ফুটপথ থেকে কিনে দিতে?? সহ ব্লগারস আমার সব চেয়ে বড় কস্ট কি জানেন ??? আপনাদের মতো দান করার সামর্থ আমার নাই! আপনাদের কাছে আমার অনুরোধ.... আপনারা তো সময়ে অসময়ে বিভিন্ন ব্লগার কে সহযোগীতা করেছেন... আবার প্রতারিতও হয়েছেন তাও সাহায্য অব্যাহত রেখেছেন....কিন্তু দেখুন এখানে প্রতারিতো হওয়ার কিছু নেই, যার যার অব্স্থান হতে আমরা সাহায্য করতে পারি অসহায়দের... ধন্যবাদ...সকলকে কড়া শীতের শুভেচ্ছা রইল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।