আমাদের কথা খুঁজে নিন

   

শীতের ছড়া

পৌষ গেলরে আইল মাঘ শীতের ডরে পালায় বাঘ তা দিয়ে রাখ কম্বল খানা টুক টুকে লাল ইদুর ছানা খেজুর গাছের রসের মিঠা আমরা খাব শীতের পিঠা তোমরা যারা বুড়ো থুড়ো কান টুপিটার ধূলো ঝারো নামি নামব নামছি করে যাচ্ছে বেলা পুকুর পাড়ে টপাস করে দিচ্ছি ডুব ঝরা পাতা বদলায় রূপ ঝির ঝির শুকনো পাতা গাছের শাখায় নব বারতা কাটা ধানের নাড়ার ভাজে ছলাত ছলাত পায়েল বাজে গোয়ালে গরু পিঠে ছালা রাত বারটায় যাত্রা পালা মমতাজ গাইবে বন্ধুর গান উচ্ছন্নে যাবে পোলা পান লাল লাল নিল সোয়েটার বুনেছিল বুবু আমার শীত মানে পরীক্ষা শেষ পড়া লিখা নাই বিশেষ বল ক্রীকেটের টুর্ণামেন্ট ভংগ খেলার আর্গোমেন্ট আর মাত্র দুই দিন বাকি বনভোজনে যাবি নাকি ভাবছি এবার নতুন কিছু ছুটবনা আর মজার পিছু শীতে যারা গরীব লোকে অর্থকষ্টে মরছে ধুকে একমুঠো উষ্ণতার আশায় নিরুপায়ে হাতটা বাড়ায় তুমি আমি আমরা যদি দু'চোখ বুজে একটু ভাবি কত কাপড় আছে পড়ে হয়না পড়া তেমন করে বিলাই যদি একটি করে একটিও নাই তাদের তরে এমন শীতে খুব প্রয়োজন এটাই হোক শীত আয়োজন  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।