শীতের রাত
ডা.সুরাইয়া হেলেন
শীতের রাতগুলো আর আগের মত
সুদীর্ঘ হয় না !
গুটি-সুটি লেপ কম্বলের উষ্ঞ ওমের
শান্তির আমেজও উধাও !
হাড়কাঁপানো হিমনিশি আর
কুয়াশাচ্ছন্ন ভোরের দেখা মেলা
আজকাল বেশ ভার !
ভাঁপ ওঠা,ভাপা পিঠা,
খেজুর রসের পায়েস-পুলি আর পাটিসাপটা,
জিভটাকে ছুঁয়ে অমৃতের স্বাদ দিয়ে যেত !
রান্নাঘরের চুলোর পাড়ে পিঁড়ি পেতে বসা,
মায়ের চারদিক ঘিরে আনন্দ উৎসব,
শুধু স্মৃতি হয়ে ফিরে ফিরে আসে !
বাস্তবের কঠিন গ্রীষ্ম
পুরোটা জীবন দখল করে
প্রতীক্ষার শীত আর পুরনো কাঁথার গন্ধটাকে
বিদায় জানিয়েছে,সেই কবে !
শুধু কি আমার জীবন থেকে
নাকি তোমাদের সবার?
জানতে বড় ইচ্ছে হয়…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।