আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
শীতের আয়না
---------------------------------
শীতটা প্রায়ই চলে এলো
বাতাসের বিশেষণ বদলে গেলে আমরা সবকটা
জানলার কপাট বন্ধ করে দেব।
শীতলনদী
ধীরলয়ে ভিজিয়ে দিলে কাচেরপার অতিথিপাখীরা
ঠোঁটে বয়ে আনবে কুয়াশাভেজা ধোঁয়াটে ভোর
অ-নে-ক দহনের পর
বাহুর ভাঁজ খুলে উদোম বক্ষে দাঁড়িয়ে থাকবে পাহাড়
কোথাও
কেউ থাকবেনা
কোথাও
কেউনা
চাষাবাদী জমি ফলফলাদি শস্যাদি নিয়ে সব নেমে আসবে
সমতলে
বাতাস তুষার আর জোছনার মেশামেশিতে নেমে আসবে
অশরীরী স্তব্ধতা
গেলোবার এক অতিথি
পাখীর চোখে স্থির সময় চেয়ে শরীর ছাড়িয়ে গিয়েছিলাম
শুন্যে
আমি শুন্যকে আলিঙ্গন করতে চেয়েছিলাম
আমি স্তব্ধতাকে ভেঙ্গে
আরেকটা নৈঃশব্দকে ছুঁয়েছিলাম
------------------------
আল্লাইয়ার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।