.............। সিটি নির্বাচনগুলোতে আওয়ামী সমর্থিত প্রার্থীদের একের পর এক এমন মহা ভরাডুবি কেউ কি চিন্তা করেছিলো ?? বেশকজন ভালো প্রার্থী ছিলো মহাজোটের সমর্থনে যারা কিনা নিজ এলাকায় বিগত দিনগুলোতে এলাকার মানুষের মন জয় করেছিলেন ভালো ভালো কাজ দিয়ে,অনেকে আবার শহরের রুপ পালটে দিয়েছেন নতুন করে আর সেই আস্থাকে পুঁজি করে মনোবল নিয়ে নেমেছিলেন সিটি নির্বাচনগুলোতে। কিন্তু একি হা!! সাধারন মানুষ মুখ ফিরেও দেখেনি ১৪ দলীয় সেই প্রার্থীদের দিকে বরং ১৮ দলীয় জোটকে উপহার দিয়েছে এক অভাবনীয় ভোট বিপ্লব। এই ফলাফলের ময়না তদন্ত করতে গেলে অবশ্যই প্রথমে বিবেচনায় নিতেথবে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লাখ লাখ শেয়ার বাজার বিনিয়গকারী যারা কিনা সহায় সম্বল হারিয়ে দিনের পর দিন শুধু ফুঁসেছে যাদেরকে এমনকি রাস্তায় একটু বিক্ষোভ করার জন্যও দাঁড়াতে দেয়া হয়নি কুকুরে মত লাঠি পেটা করে তাড়িয়ে দেয়া হয়েছে,হুমকী ধমকী দেয়া হয়েছে নানা প্রকারে। আজ কি তাহলে নগদে কড়ায় গন্ডায় সে হিসেব বুঝে পেল আওয়ামীলীগ ?? কত বছর আওয়ামীলীগ এই কলংক বয়ে বেড়াবে ?? ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা কি অদৌ ইহকালে এই আওয়ামীলীগের দিকে ফিরে তাকাবে ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।