পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রূটি একবার সুবহান আল্লাহ পড়লে এত নেকি, একবার আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি....... বেহেস্তে এতগুলা গাছ লাগানো হবে............ কত শত/লক্ষ ফাজায়েল।
তাই ছোট বেলা থেকে এসব বলার প্রাকটিস করেছি। শুধু মুখে না, দিল থেকে বুঝে বুঝে। কেউ জিজ্ঞাসা করলে বলি, আলহামদুলিল্লাহ ভাল। সুবহান আল্লাহ, মাশাল্লাহ, জাজাকাল্লা ........... এই জাতীয় শব্দ গুলো অফেন ইউজ করি।
বর্তমানে মানুষ বুঝিয়া কি না বুঝিয়া, একখানা জিকির শুরু করিয়াছে। হেন কোনো কর্ম নেই, যাহার শেষে জয় বাংলা বলা হয়না। তাই ঠিক করিলাম, দেশের উন্নতিতে এখন থেকে শুরু করতে হবে "জয় বাংলা"। একবার জয় বাংলা বললেন, তো সুচক বেড়ে গেল..............। দুর্নীতির সূচক।
যত বেশি বলবেন, তত বেশি রেমিটেন্স----------- পাচার, তত বেশি খুন/ধর্ষন/ ব্লা ব্লা.....।
ক্রিকেট ম্যাচ দেখবেন, চার/ছয়, বলবেন, জয় বাংলা। কারো বাচ্চা কাচ্চা হবে, বলবেন জয় বাংলা। খাইতে বসবেন, বিসমিল্লাহ না বলিয়া বলিবেন "জয় বাংলা", খাওয়া শেষে ও একই ভাবে [যারা বাপের হোটেলে খান, তারা মনে মনে বইলেন, নাইলে হোটেল চীরতরে বন্ধ হইয়া যাইব]। কেউ মারা যাবে, ইন্নালিল্লাহ না বলিয়া বলিবেন "জয় বাংলা"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।