আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগে আন্দোলনরত ব্লগারদের মধ্যে কি দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে?

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। শাহবাগ আন্দোলনের আগে অধিকাংশ মানুষই ব্লগ ও ব্লগার কী জানত না। এই আন্দোলন সুষ্ঠু ও সফলভাবে সংগঠিত কত্তে সক্ষম হওয়ায় ব্লগারদের প্রতি সর্বস্তরের মানুষের সমীহ সৃষ্টি হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জনতার অকুণ্ঠ শ্রদ্ধা পেতে শুরু করা এই লোকগুলোর ১টি অংশকে মানবের আদি ও অকৃত্রিম ১টি রোগে ধরেছে বোলে আমার মনে হচ্ছে- 'নেতৃত্ব খ্যাতি ও ক্ষমতার লোভ'। ব্লগ ও ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে কতিপয় শীর্ষ ব্লগারকে কাঁদা ছোঁড়াছুড়ি কত্তে ও পাল্টাপাল্টি কর্মসূচী দিতে দেখেই আমার অমন ধারণা। দ্বন্দ্বটা নিছক আদর্শিক বোলে আমি মনে কত্তে পারছি নে তাই দুঃখিত। ব্লগারসমাজের মতো ১টি বুদ্ধিবৃত্তিক সমাজের অগ্রদূতদের মধ্যে যদি শেষ পর্যন্ত 'নেতৃত্ব খ্যাতি ক্ষমতা'র মতো বিষয় নিয়ে অনৈক্য সৃষ্টি হোয়ে শাহবাগ আন্দোলনের মতো ১টি সর্বজনীন আন্দোলন দুর্বল হোয়ে পড়ে, এর চেয়ে পরিহাস ও পরিতাপের আর কিছু থাকবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।