আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগে বিজ্ঞাপন

শিরদাঁড়া নেই, বহু শরীরেই নিজেদের মানাতে মানাতে.......

শাহবাগে বিজ্ঞাপন ‘মূকাভিনয় প্রশিণ’ বিস্ময় জাগে মনে অদ্ভুত প্রশিণে। আমরা তো সারাণ মূকাভিনয়ে দ একেকজন। সবাই আমরা মূকাভিনেতা কেউবা দুরস্ত, কেউবা কেতা। হাসি, বসি, হাত-পা নাড়াই, ঝিমাই, কাশি, মাথাটা বাড়াই। ণে ণে বদলায় মুখের রঙ যেখানে যেমন চাই-আজব সঙ।

দম দেয়া পুতুলের মত নেচে মেরুদন্ডহীন তবু আছি বেঁেচ। রাত্রিদিন মূকাভিনয়ে কান্তি, বিভ্রান্তি আর ভয়ে ঢেকে গেছে আমাদের মুখ, হারিয়ে গেছে আমাদের কণ্ঠস্বর। আমরা চ্চোতে পারি না, পারি না প্রতিবাদে কণ্ঠ চড়াতে। শুধু এলোমেলো ঠ্ােটের ক্্াপন শব্দহীন রাত্রিদিন। মূকাভিনয়ই সত্য আমূত্য।

শাহবাগে বিজ্ঞাপন ‘মূকাভিনয়ের যুগ এখন। ’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।