আমাদের কথা খুঁজে নিন

   

আমি শাহবাগে যেতে চাই

আমি আজকে ঘোরতর মাতাল হয়েছি একটি অনিন্দ্য সুন্দর কবিতা লেখার জন্য , আমার ভিতরে জ্বলতে থাকা এক বিদ্রোহী কষ্টের আগুন চাপা দেয়ার জন্য । আমার বুকের ভিতর জ্বলছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত আগ্নেয়গিরি , এই আগ্নেয়গিরি পুড়িয়ে পুড়িয়ে মারছে আমাকে নীরবে ... আমি শাহবাগ যেতে পারি নি বলে । পুরো দেশের মানুষ আজ এক হয়ে গেছে । ঘোষণা করেছে একাত্মতার জাতি কলঙ্কমুক্ত হতে চায় , ধুয়ে ফেলতে চায় তার সাদা চাদরে লেগে থাকা শিবির-রাজাকারের মত পানের পিকের দাগ । দুই দিন হয়ে গেছে আন্দোলনের অথচ আমি যেতে পারি নি ।

আমার অবুঝ মা প্রিয়জন হারানোর বেদনার কথা ভেবে আমাকে কথা - বন্দী করে রেখেছেন । সে বলেছে - " তুই যদি আন্দোলনে যাস তো আমাকে আর মা বলে ডাকবি না " এত বড় কথার পরে আমি আর শাহবাগ আসার দুঃসাহস দেখাই নি । মা কে অনেক বুঝানোর ব্যর্থ চেষ্টা করলাম । তার এক কথা দেশ নাকি আবার ৭১ এর দিকে যাচ্ছে , সারাদিন টেলিভিশনে শিবির নামক পশুদের নরপিশাচামী দেখে তার মনে চিনের দেয়ালের মত ভয় ঢুকে গেছে । আমেরিকার পারমাণবিক বোমার ও এত শক্তি নেই যে এই ভয় কে উড়িয়ে দিবে ।

আমি তাকে অনেক বুঝানোর চেষ্টা করলাম যে মা এটা পুরোপুরি শান্তিপূর্ণ আন্দোলন , এখানে কেউ কাউকে মারছি না আমরা শুধু সরকারের কাছে আমাদের দাবি জানাবো - সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই আমার পূর্ব পুরুষেরা আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছে লক্ষ প্রাণ আর ইজ্জতের বিনিময়ে তাতে লেগে থাকা এই কলঙ্কটা তো মা পরিষ্কার করতে হবে । আমাকে শুধু একবার ওদের সাথে শাহবাগ যেতে দাও মা । লৌহমানবী মা আমাকে যেতে দিলেন না । উল্টো কথা-বন্দী করে ফেললেন । আমি পৃথিবীর সব জায়গাতেই যেতে পারব শুধু শাহবাগ ছাড়া ।

আমার পঙ্খীরাজ মন কিন্তু ঠিকই চলে গেছে শাহবাগ কিন্তু শরীর বেচারা যেতে পারছে না । তাই শরীরকে কষ্ট দেয়ার জন্য আমি হাঁটা শুরু করলাম । আমি মাতাল হয়ে হাঁটছি আর নিজ মনে মনে কবিতা লিখে চলেছি । সামনে হঠাত শুনি চিৎকার – কাদের মোল্লার ফাঁসি চাই রাজাকারের ফাঁসি চাই যুদ্ধাপরাধীর ফাঁসি চাই । আমি হাঁটতে হাঁটতে কখন যেন শাহবাগ চলে এসেছি !!! আমার শরীর বেচারা অনেকক্ষণ মনকে ছাড়া ছিল ।

মন তো শাহবাগে আগেই চলে এসেছে , মন আমার অবাধ্য শরীরে ঢুকে পরতেই মনে পরল মা-র কথা । মা আমি দুঃখিত মা । তোমাকে মা ডাকতে না পারলেও আমার মা ডাকার জন্য দেশমাতা কিন্তু ঠিকই আছে আমার ফেবু লিংক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।