আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াহিয়ার শাসন........................।। আমাদের আজ একটি ৭ই মার্চ দরকার।

শুধু ভালবাসি, আর ভালবাসতে চাই। এক আসাদের হত্যাকাণ্ডে স্বৈরাচার আইয়ুব বিদায় নিয়েছিল, নূরহোসেনের,মিলনের হত্যার দায়ে ৯ বছরের লৈহমানব, মাগীবাজ এরশাদের পতন হয়েছিল। এইভাবে আজকের মধ্যপ্রাচ্যের একনায়কদেরও হিটলারি মসনদ হারাতে হয়েছে। কিন্তু আমাদের দেশের আজ হত্যা,গুম নিত্যনৈমিত্তিক ব্যপারে পরিণত হলো, ক্ষমতার তো কিছু হচ্ছেইনা বরং দাঁত দাঁত কিল কিল করে হাসে, আর নাক সিটকায়ে বলে সব বিরোধী দলের kaজ(জননেতা সামসু)। এসব ভাঙ্গা টেপ বাজাইয়া আর লাভ হবেনা।

আজ মানুষ যখন না খেয়ে থাকে, অর্ধাহারে থাকে, সাধারণ মানুষ একটু ভালোভাবে থাকার জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য শেয়ার মার্কেট কিংবা ইউনিপের মত জায়গায় যায়, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা প্রধান অতিথি হিসেবে সেসব অনুষ্ঠানে থেকে পরে সময়মত কেটে পড়ে। জনগনের প্রতি নুনতম দায়িত্ববোধ থাকলে এমন কাজ করতে পারতোনা। এই সরকারের মন্ত্রিদের, সরকারি দলের নেতাদের আয় উপার্জনের হাতিয়ার গুলোর কথা শুনলে আদম ব্যবসায়ীরাও লজ্জা পাবেন। সাধারণ আওয়ামীদের(আম জনতা) কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিজয় দিবস পালন করে কোটি টাকার লেজার শো আর হাজার হাজার তোরন নির্মাণের মধ্য দিয়ে। ১৬ কোটি দুঃখী মানুষ গুলোর ভাগ্য নিয়ে এমন ছেলেখেলা এদের থামবে না ।

এবার ৭২-৭৫ সালের ব্যাংক ডাকাতি করা গেলোনা। তাই এবার আরো অভিনব খাত থেকে অভিনব পন্থায় অর্থ ডাকাতি করা গেছে। এসব নিয়ে আপনি কীছু বলতে রাস্তায় নামবেন, আপনি তখন যোদ্ধাপরাধী, রাজাকার(এমনকি বঙ্গবীর কিংবা বীরউত্তম হলেও)। হয় অপহরণ অতঃপর গূম তারপর খুন। তা না হলে ভাগ্য ভালো হলে ডাইরেক্ট হসপিটাল।

পুরা ইয়াহিয়ার শোষণ!যারে কয়। ERAI ABAR MUKTIJODDHER SOPOKKHER DOL! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.