আমাদের কথা খুঁজে নিন

   

বুড়ী না সুন্দরী! আস্তিক না নাস্তিক! করাপ্ট সরকার না ভালো রাজাকার! আপনিই বলুন...

কেউ দেখে ডাইনি বুড়ী আর কেউবা অপরুপা সুন্দরী! আপনি কি দেখেন বলুনতো? বুড়ী না সুন্দরী? বাংলাদেশের বতমান অবস্হাও তাই! কারো কাছে যুদ্ধাপরাধী আবার কারো কাছে নিরপরাধী! কারো কাছে খুন আবার কারো চোখে শহীদ! কঊ ভালো পায় ব্লগার - কেউবা রাজাকার! কেউ বলে পুলিশ আর কারো মুখে ফুলিস! কেউ বলে ভারত মাতা আবার কারো কাছে কি যে ধাঁ ধাঁ! আরো কত কি - সব লিখে আপনার সময় নষ্ঠ করে লাভ নেই! প্রশ্ন হলো কোনটা সত্য আর কোনটা মিথ্যা? আসলে নাকি সত্য মিথ্যাটা নির্ভরশীল আপনার চোখের উপর! আপনার চোখ যেটা দেখে সেটাই সত্য! তবে হ্যা, কারো কারো চোখ সুন্দরীর খুঁজ পায় না। বুড়ীটাই ধরা পড়ে সবসময়! আবার কিছু কিছু চোখ সুন্দরী আর বুড়ী দুটাকেই স্পস্ট দেখতে পায়! আপনার চোখ কোনটা দেখে???  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।