বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ছিল ১৫ই আগষ্ট। সমস্ত জাতি দিনটিকে হৃ্দয়ের রক্তক্ষরনে স্মরণ করে। সচেতন নগরিক হিসেবে এটাই বোধ্য। কিন্তু এই পবিত্র বোধটুকু খুইয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধান, জনৈক বুড়ী বেটির মিথ্যা জন্মদিন পালন জাতির জন্য শুধু কষ্টেরই কারন নয় বরং তা অত্যন্ত লজ্জাজনকও বটে। আমি বঙ্গবন্ধুকে দেখিনি কিন্তু তাঁরই মত একটি সোনার বাংলার স্বপ্ন দেখি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালির স্বাধীকার আন্দোলনের ফসল আমার আজকের স্বাধীনতা। যার ত্যাগ-তিতিক্ষায় গড়া স্বপ্নের বাংলাদেশে জনৈক বুড়ী বেটি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তার কি বিবেকে এই চরম নির্লজ্জ কাজটি করতে একটুও বাধেনা? আমি কোন দল বা সংগঠন করিনা, দেশের সাধারণ মানুষের কাতারের একজন। আমি যদি নিজেকে এই জাতির একজন হিসেবে গন্য করি তবে কি করে পারি নিজের পিতার মৃত্যুতে উল্লাস করতে? তবে কি ধরে নিব ঐ বুড়ীটি আমাদের জাতিগত স্বত্তার কেউ নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।