হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি
১।
এক বুড়িতে পাড়ল ডিম,
অন্যটা দিল তা,
দুই দিন পরে বের হল এক,
কাক্কু নামের ছা!
(বাহ বাহ বাহ!)
২।
আমরা সবাই বুড়া,আমরা সবাই বুড়া
আমাদের এই বুড়ীর রাজত্বে,
নইলে মোদের কাকার সনে,
মিলব কি স্বত্বে???
৩।
শুকনো পাতায় নুপুর পায়ে
নাচিছে,বুড়ি টাআআআয়
কাকুর মনেতে ঝিলিমিলি ঝিলিমিলি
ঢেউ তুলিয়া যায় ।
৪।
মুক্তো মালায় ছাতি মাথায় কাক্কু এলোরে
(দুটো বুড়ির )সারা গায়ে ময়লা পানি ছিটিয়ে দিলো রে।
সারা গায়ে ময়লা পানি,ছিটিয়ে দিল রে।
৫।
মেঘের কোলে রোদ এসেছে,দুই বুড়িরই ছুটি,
কাক্কুটারে একলা পেয়ে,চাপছে কাকুর টুটি।
(টেনশনে আছি,
কথা বলতেই তো ভয়,
না জানি কি হয়! ।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।