আমাদের কথা খুঁজে নিন

   

বুড়ী ও তার কাজের মেয়েরা

এক বিধবা বুড়ীর খামারে কাজ করত কয়েকটি মেয়ে। তারা তার বড়ীতেই থাকত। একটি মোরগ পুষত সেই বুড়ী। ভোর হবার আগে প্রতিদিনই সে গলা ছেড়ে ডেকে উঠত। সঙ্গে সঙ্গে বুড়ী তার কাজের মেয়েদের ঘুম থেকে ডেকে তুলে মাঠে পাঠিয়ে দিত।

এমনি করেই চলছিল দিন। মেয়েরা কিন্তু বুড়ীর এ ব্যবহারে মোটেই সন্তুষ্ট ছিল না। তারা চাইত, মঠে যাবার আগে আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকতে। কিন্তু মোরগটির জন্য তা হবার উপায় ছিল না। বিরক্ত হয়ে মেয়েরা সকলে মিলে একদিন ঠিক করল, মোরগটিকে মেরে ফেলতে পারলেই চুকে যায়।

পাখিটি যদি ভোর রাতে না ডাকে তাহলে বুড়ীরও ঘুম ভাঙবেনা। আর তাদেরও ঘুম পুরানোর আগে ডেকে তুলবে না। এ ভেবে, একদিন তারা সু্যোগ বুঝে মোরগটিকে মেরে ফেলল। মোরগের ডাক শুনে ঘুম থেকে উঠা বুড়ীর অভ্যাস। কিন্তু মোরগ তো নেই, তাই বুড়ী আর রাতের আন্দাজ করতে পারে না।

রাত শেষ না হতেই ঘুম ভেঙে যায় তার। তখন ভোর হয়েছে ভেবে সে মেয়েদের ডেকে তুলে মাঠে যাবার তাড়া লাগাতে লাগলো। মেয়েরা আর কি করে। নিজেদের দুর্ভোগ নিজেরাই ডেকে এনেছে। ঘুম ঘুম চোখ নিয়ে সকলকে মুখ বুজে কাজ শুরু করতে হয়।

নীতিকথাঃ মানুষ নিজের ভুলেই দুর্ভাগ্যকে ডেকে আনে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।