আমাদের কথা খুঁজে নিন

   

ডাকাতের কবলে শাবির সিইপি বিভাগের ৮শিক্ষার্থী : নিখোঁজ ২

নামহীন। ডাকাতের কবলে পড়ে সঙ্গে থাকা মোবাইল সহ মূল্যবান জিনিস খুইয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিষ্টারের ৮ জন শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় সিলেটের বাঁধাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে ৫জন ছেলে ও ৩জন মেয়ে শিক্ষার্থী ছিল। ছেলে শিক্ষার্থীরা হলেন জোসেফ, সাদ, অনিক, রাজীব ও খায়রুল।

ডাকাত দলের সদস্যরা অনিক, খায়রুল ও সাদকে অপহরণ করে নিয়ে গেলেও সাদ তাদের কবল থেকে ছুটে আসতে সক্ষম হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরীয়াল বডির সদস্যরা, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, ৮নং নওগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন শওকত ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। জানা গেছে, ওই বিভাগের শিক্ষার্থীরা শুক্রবার সন্ধ্যায় নৌকাভ্রমণ করতে বাঁধাঘাট এলাকায় যায়। সেখানে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে তারা ভ্রমণ করতে শুরু করেন। কিছুদূর যেতে না যেতেই নৌকার চালক শওকত ইঞ্জিনে সমস্যা আছে বলে ধীরে ধীরে নৌকা চালানো শুরু করেন।

তৎক্ষণাৎ অপরদিক থেকে ৮ থেকে ১০ জন সদস্যের একটি ডাকাত দল অন্য একটি নৌকায় এসে তাদের গতিরোধ করে দাড়ায়। এসময় ডাকাতরা শিক্ষার্থীদেরকে কাছ থেকে মূল্যবান জিনিস কেড়ে নেয় এবং ৩জন শিক্ষার্থীকে অপহরণ করে। কেউ যদি নিখোজ শিক্ষাথী অনিক, খায়রুল এদের সন্ধান পান, তাহলে যোগাযোগ করুন ০১৯১৩৪১৭৪৯৮/০১৬৮০১৫৫৯২৭ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.