আমাদের কথা খুঁজে নিন

   

ডাকাতের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে ফরিদ আহমদের (৩৪) মৃত্যু হয়। তিনি সদরের খুরুশকুল ইউনিয়নের মেহেদীপাড়ার প্রয়াত আনোয়ার আলীর ছেলে।  
কক্সবাজার সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
ফরিদের ভাই মনজুর আলম বলেন, গত ৩ মে সদর উপজেলার খুরুশকুলে অটোরিকশায় যাওয়ার সময় তার ভাইকে ডাকাতরা গুরুতর আহত করে।
এ সময় তার কাছ থেকে ডাকাতরা নগদ টাকা ও মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়।
এরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, ডাকাতির ঘটনায় অসুস্থ থাকা অবস্থায় ফরিদ বাদী হয়ে স্থানীয় ৬ জনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেছিলেন।
আসামিরা হলেন লালু, রমজান আলী পুতু, মালেক, মোজাম্মেল, জিয়াবুল রোবেল ও সোহেল।
সদর থানার ওসি জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের পক্ষ থেকে লিখিত এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.