আমাদের কথা খুঁজে নিন

   

ডাকাতের হাতে গৃহকর্তা খুন

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতের হাতে খুন হলেন এক গৃহকর্তা। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার জোড্ডা ইউপির বাহুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাহুড়া গ্রামের মৃত হাজী মোকসুদুর রহমানের ছেলে তাজুল ইসলাম (৫০) গতকাল বুধবার রাত ১২টার দিকে ওমান থেকে বাড়ি আসেন। একসময় সবাই ঘুমিয়ে পড়লে একদল সশস্ত্র ডাকাত বাড়িতে ঢুকে। ডাকাতদের সাথে হাতাহাতির এক পর্যায়ে তারা তাজুল ইসলামকে উপুর্যপরি ছুরিকাঘাত করলে তিনি মারা যান।

ডাকাতরা নগদ টাকাসহ স্বর্ণগহনা নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নাঙ্গলকোট থানার ওসি স্বপন কুমার দেবনাথ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা হত্যাকারীদের পরিচয় উদ্ধারের চেষ্টা করছি।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.