যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. ফেবুতে একেক জন একেক রকম স্ট্যাটাস দিয়ে থাকেন। আবার সেইসব স্ট্যাটাসে লাইক দিয়ে থাকে তাদের বন্ধুরা। অনেকে আবার কিছু না বুঝেও লাইক দিয়ে থাকে। তবে কিছু কিছু স্ট্যাটাসে লাইক দেয়া দেখলে মেজাজ খারাপ হয়। সেসব স্ট্যাটাসে লাইক দেয়ার প্রয়োজন ছিল বলে মনে করি না।
আসুন জেনে নেই -
১। আজকে আমার বাবা পা পিছলে বাথরুমে পড়ে গিয়েছিলেন। খুব ব্যাথা পেয়েছেন।
২। আমার আম্মার আজ অপারেশন।
দোয়া করবেন সবাই
৩। আমার খালু / মামা / দাদা / নানা জানাজা পরে আসলাম।
৪। পরীক্ষায় গোল্লা খেলে খুব মজা হত।
৫।
এখন আমি ঘুমাতে গেলাম
৬। উফফফ মাথা ব্যাথা! মনে হচ্ছে কেউ ড্রাম পিটাচ্ছে।
৭। কেন জানি, আজ খুব আত্তহত্যা করতে মন চাইছে।
৮।
একটু আগে অমুক জায়গায় বাসের চাপায় একটি শিশু / মা / ছাত্র / ছাত্রী নিহত হয়েছে।
৯। মুমুর্ষ এর রোগীর জন্য রক্তের প্রয়োজন। যোগাযোগ ...............
১০। উফফফ! আমার মাথার চুল এত সুন্দর কেন?
১১।
আর ভাল লাগে না এই দুনিয়া!
১২। ডিম ইউথ ভুনা খিচুরি
১৩। পরকীয়ার আর একটি বলী; এইবার স্ত্রী।
১৪। ড্যাম ম্যান!!! হাত ফসকে বের হয়ে গেল সূযোগটা!
এরকম আরো অনেক স্ট্যাটাস আছে যা লিখে শেষ করা যাবে না।
আপাতত এতটুকুই ।
বিঃদ্রঃ একটি এম১৫৪ ধারা পরিবেশনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।