আমাদের কথা খুঁজে নিন

   

লিখবো না মানে সাইরাদে আমি আরো লিখবো ।

শান্ত পাখি সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহীর পর গাজীপুরেও বিশাল ব্যবধানে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী পরাজিত হলো। ০-৪ এর পরে ০-১ তে পরাজয়। দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবি, কলামিস্ট, বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে বিশ্লেষণ করছে এ পরাজয়গুলোকে। এ সরকারের ব্যর্থতা কোথায়? ১। বিডিআর হত্যাকান্ড ২।

শেয়ার মার্কেটে হাজার কোটি টাকার লুটপাট ৩। কুইকরেন্টালের মাধ্যমে বিদ্যুতখাতে অসহনীয় দুর্ণীতি ৪। ছাত্রলীগের ক্যাম্পাসে ক্যাম্পাসে রামদা/চাপাতি দিয়ে কুপাকুপি ৫। ছাত্রলীগের/যুবলীগের টেন্ডার বাণিজ্য ৬। ডেসটিনি ৭।

পদ্মাসেতুর দুর্ণীত ৮। সাগর রুনি হত্যা ৯। পদ্ম সেতু ১০। সুরোঞ্জিত কালো বিড়াল ১১। হলমাক কেলে ১২।

হেফাজত ইসলাম ১৩। বিএসএফ হাতে নিযাতন বাংলাদেশের নাগরিক ১৪। গুম ১৫। .................................................... আরও কত কিছু। এই সেদিন হেফাজত ইসলামের উপর আওয়ামীলীগ প্রশাসনের নির্বিচার গুলিবর্ষণ, হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

এই ঘটনা সাধারণ মুসলামানদেরকে ক্ষুদ্ধ করেছে। আমরা দেখেছি হেফাজতের বিরুদ্ধে সরকারের ঐ আক্রমণের পরে ৪ সিটি কর্পোরেশন নির্বাচনে সরাসরি সরকারের মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ করে। সবমিলিয়ে সরকার ০-৪ এ হোয়াইটহোয়াশ হয়। সাম্প্রতিককালে সরকারের আরেকটি ব্যার্থতার নজিরহলো বাংলাদেশের জিএসপি সুবিধা হারানো। যা নিয়ে আওয়ামীলীগ অব্যাহতভাবে মিথ্যাচার করে যাচ্ছে।

একের পর এক গার্মেন্টস কারখানায় আগুন, শ্রমিকনেতা আমিনুল হত্যাকান্ডের বিচার করতে না পারা, সর্বশেষ রানা প্লাজা ধ্বসে হাজারের উপরে লোক নিহত। যার ফল শ্রুতিতে জিএসপি সুবিধা বাতিল। ফলশ্রুতিতে গার্মেন্টস শ্রমিক অধ্যুষিত গাজীপুরেও আওয়ামীলীগ চরমভাবে হোচট খায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।