আমাদের কথা খুঁজে নিন

   

লিখবো না লিখবো না করেও

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

লিখবো না লিখবো না করেও/ শেখ জলিল লিখবো না লিখবো না করেও শেষে লিখছি প্রিয় সেই নাম ভরবো না ভরবো না করেও আজও ভরছি শত নীল খাম!। অথই সাগর, নদ-নদী, মহাদেশ ঘুরছি কতো না পাহাড়ের পাদদেশ চরাই-উৎড়াই পেরিয়ে শুধু খুঁজছি তোমারই ধাম!। হাজার প্রহর রাত জেগে আমরণ ভাবছি কতো না অনাবিল মধুক্ষণ কাব্য-কথায় দিচ্ছি আজও অমূল্য হৃদয়ের দাম!। ২৪.০৯.২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।