আমাদের কথা খুঁজে নিন

   

কি লিখবো কেন লিখবো



আমাদের লেখার উদ্দেশ্য কি? কেন আমরা লিখি? আসলে লেখিয়েরা খুব কমই এ বিষয়ে চিন্তা ভাবনা করেন। বিশেষ করে নবীন লেখকরা তো লেখার আনন্দে সবকিছু ভুলে যান । তারা যা মনে হয় তাই লিখতে থাকেন । আর এখানেই ঘটে বিপত্বি। আর বিপত্বিটা কি তা আলোচনা করার আগে আমরা কেন লিখি তা আমার ধারনা অনুযায়ী দেখা যাক।

১। আমরা লিখি আমাদের চিন্তাভাবনা প্রকাশের জন্য। ২। আমরা লিখি শুধুমাত্র সময় কাটানোর জন্য ৩। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য ৪।

মানুষের উপকারের উদ্দেশ্যে আমার অভিজ্ঞতালদ্ধ জ্ঞান বিতরনের জন্য ৫। নিজেকে জাহির করার জন্য। ......... ইত্যাদী আরো অনেক কারন বের করা যায়। কিন্তু মূল কারন হচ্ছে নিজেকে প্রকাশ করা , জাহির করা। মানুষ মাত্রেই নিজেকে প্রকাশ করতে চায়।

আমরা যাদের ঘরকুনো বা অন্তর্মুখী মানসিকতার মানুষ বলে মনে করি তারাও অবচেতনে নিজেকে প্রকাশ করার আকুতি রাখে। যাই হোক বোঝা যাচ্ছে আমরা লিখছি যারা কিছুটা লিখতে পারি। কিন্তু কি লিখছি ,বা কি লিখবো? এই ক্ষেত্রে যদি আমাদের কোন লক্ষ যদি না থাকে তাহলে ঐ যে বললাম , অনর্থ সৃষ্টি হতে পারে । সমস্যা সৃষ্টি হতে পারে। উদাহরন? সে তো আমাদের সামনেই ।

আমাদের বর্তমান এই যে লেখার প্লাটফর্ম , মানে সামহোয়্যারইনব্লগ, এখানে আগে যে কেউ প্রথম লেখা শুরু করলেই প্রথম পৃষ্ঠায় স্থান পেতেন । কিন্তু দেখা গেলো নানান ধরনের অবাঞ্ছিত , বাজে অনেক ক্ষেত্রে অশ্লীল লেখার ভীড়। ফলে কর্তৃপক্ষ নতুর সিস্টেম চালু করতে বাধ্য হলেন। আমার কথা হলো আমার নিজের স্বার্থেই ভালো কিছু লিখতে হবে। নাহলে আমার লেখক সত্বা আহত হতে পারে এমনকি মারাও যেতে পারে।

এরকম সুন্দর একটি ক্ষমতা যা আসলেই গড গিফটেড তাকে হারিয়ে যেতে দেয়া কি ঠিক? আসুন আমরা ভালো কিছু লিখি , সুন্দর চিন্তাভাবনার প্রকাশ ঘটাই , সুন্দর সমাজ গড়ে তুলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।