আমাদের কথা খুঁজে নিন

   

কি লিখবো , কেন লিখবো জানি না, কিন্তু ইচ্ছে করছে লিখতে।

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

অনেক দিন কেন লিখতে বসলাম জানি না। কি লিখবো তাও জানি না। ব্লগে লিখি না অনেক দিন। কিছু দিন ডায়েরী লিখেছিলাম। কিন্তু একটু বেশী লেখাতে পাতা ফুরিয়ে গেছে।

নতুন একটা কেনব কেনব করেও কেনা হয় না। লেখা ও হয় না। ভাবছি কেন লেখা হয় না। হয়তো বলা যায় একটু ব্যাস্ত আছি। তাও আবার না।

আমি প্রতি বছরই এই সময়ে একটু ব্যাস্ত থাকি। কিন্তু গত বছর অনেক লিখেছি। হয়তো আবার অবসর সময় টুকু প্রিয়জনকে দিতে ভালো লাগে। কেমন কাটছে আমার দিন? প্রথমেই বলি অসহ্য কর। যেই হিসাব কষার ভয়ে মানবিকের ছাত্র হয়েছিলাম সেই কাজটাই করতে হয় প্রোগ্রাম করতে।

যা কিনা আমার একদম অপছন্দ। অসময়ে বসের হাত ভাঙ্গল। কাজটা এসে পড়ল আমার ঘাড়ে। এখন মাথার ভারে ঘার বাকা হবার দশা। তার সাথে আছে আপন মানুষের অভিযোগ তাকে সময় দিতে পারছি না।

আমি নাকি তাকে মনে রাখি না। কিন্তু তাকে বলেও বোঝানো যায় না যে, আমার সব জায়গাতেই সে আছে। এটাও তার প্রবলেম। এই যে দেখেন অবস্থা ভেবেছিলাম তাকে বাদ দিয়েই কিছু লিখি। কিন্তু তাকে বাদ দিয়ে কিছুই লেখা আসে না।

আরে আমার না লেখার কারণ খুজে পেলাম। সব গুলো কথা , সব গুলো সুর আসে তাকে ভেবে । তা কি করে সামনে তুলে ধরি। সেদিন এক কলিগ প্রশ্ন করলো আমি কেন এতো হাসি। আমার মুখে কেন হাসি থাকে সব সময়।

তারমানে কি আমি অনেক সুখী। কি বলবো। ও যদি মনে করে মুখে হাসি থাকলেই সুখী তবে সমস্যা কি কেউ তো তা দেখেও খুশি হবে। কিন্তু মজার কথা আমি একা থাকি বেশীর ভাগ সময়। এবং সে সময় গুলো আমার মুখ অনেক ভার থাকে।

যে কেউ দেখলে মনে করবে আমার কোন কিছু হয়েছে, হারিয়ে গেছে। ভাইয়া বলে আমি নাকি ভাবুক একা একা ভাবি। আসল কথা হচ্ছে ভাবি ঠিক আছে কিন্তু ভাবছিলাম সেটা মনে রাখতে পারি না। কেন ভাবি তা ভুলে যাই। কিন্তু বিগত বছর গুলোতে একটা জিনিস অনেক ভুলতে চেয়েও পারি নাই।

পারলে হয়তো জীবন অন্য রকম হতো। কিন্তু ভুলতে গিয়ে আরও বেশী অতলে হারিয়ে গেছি। কি জানি ভুলতে পারলে ভালো হতো নাকি ভুলে থাকার চেষ্টা করতে গিয়ে ভালো করেছি। না লেখা আর বড় করা যাবে না। নতুন ভাবনা মাথায় উকি দিচ্ছে।

পালাই চতুরে প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।