আমার সোনার বাংলা একবার যেতে দে না একি অপরূপ রূপে একতারা তুই একটি বাংলাদেশ আমার দেশের মাটির গন্ধে আমার ভাইয়ের রক্তে আমি বাংলায় গান গাই এই পদ্মা এই মেঘনা এক নদী রক্ত জন্ম আমার ধন্য হলো জয় বাংলা,বাংলার জয় কারার ওই লৌহ কপাট পূর্ব দিগন্তে মা গো ভাবনা কেন এক সাগর রক্তের বিনিময়ে সব কটা জানালা ও আমার বাংলা মা মোরা একটি ফুলকে সোনা সোনা সোনা সূর্যোদয়ে তুমি প্রতিদিন তোমায় দেখি পলাশ ডাকা,কোকিল ডাকা ও আমার আট কোটি ফুল যে মাটির বুকে আমার গেঁথে দাও ধনধান্যে পুষ্পে তীর হারা এই দাম দিয়ে কিনেছি মাঝি নাও ছাড়িয়া দে শুনো একটি মুজিবরের সালাম সালাম জয় বাংলা ওরা আমার মুখের ভাষা নোঙ্গর তুলো আজি বাংলাদেশের হৃদয় ও আমার দেশের মাটি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।