আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ়ের স্বচ্ছ সকালে

শাফিক আফতাব আষাঢ়ের স্বচ্ছ সকালে সূর্যের সফেদ আলোর জ্যোতি_ এইদিন আমাদের প্রেমবার্ষিকীর স্মরণীয় দিন ; সাগরের দিকে সেইদিন বড় অনুকূল ছিলো প্রেয়সীর মনের গতি আমরা শুধেছিলাম সেদিন সাত পুরুষের ঋণ। সিক্ক বাতাসে সেদিন ছিলো আহা ! কেমন অচেনা ফুলের ঘ্রাণ_ প্রেয়সী যেন হয়েছিলো অমরাবতীর একটি মানবীফুল ; আমরা কোন সুরালোকে যেন করেছি স্নান প্লাবিত হয়েছিলো আমার হোয়াংহোর দুকূল। শহরের কোলাহল ছেড়ে সেদিন আমরা যাই মাটির টানে_ হাভাতে মানুষের গুচ্ছ গুচ্ছ ঘরগুলো মনে হয়েছিলো শান্তির আধার ; আহা কী মোহনদৃশ্য ছিলো সেদিন ধানক্ষেতে আর শাপলার বনে ! আমাদের মন সেদিন হয়েছিলো প্রেম-পুলকের অথই পাথার। আষাঢ়ের স্বচ্ছ সকালে আজ প্রেয়সী ফিরে এলো বোধের দর্পণে অভাব কীসের আমার ? আমি তো পূর্ণ সাগর স্নানে !! ০৮.০৭.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।