যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
রিমঝিম শব্দ কি পাওয়া যায়?
বুনো প্রেম নাড়া দেয় আমারে,
প্রতি বর্ষায়।
অস্থির,অসঙ্কোচে ভেবে যাই,
মেঘমালার দিকে তাকাই,
কদমের ভালবাসা ছুঁয়ে যায়;
মেঘে মেঘে আধারেও গ্রিল ধরে আমার অপেক্ষায়,
তোমার চেয়ে থাকা,
অনুভবে অতীতটা প্রাঞ্জল আমার অন্তরে।
রিমঝিম শব্দটা কি শুনা যায়?
পাঁজরে হাত রেখে,
নিথর লাগে নিজেরে,
অলিন্দ-নিলয়ের খেলায়।
আষাঢ়ের এইসব দিনে
ভিজে ভিজে তোমার প্রতীক্ষায়,
থাকবে পাশে,স্বপ্ন ছিল;
স্বপ্ন রেখেছি আজো
আমার অশ্রুকণায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।