আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ়ের গান ও একটি অসমাপ্ত কবিতা

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে রিমঝিম বৃষ্টি ঝিরি হাওয়া তোমার জন্য অধীর শাল মহুয়া এক পায়ে দাঁড়িয়ে তমাল তরু এই আষাঢ়ে কর মাতাল শুরু। তোমার জন্য কাঁদে কিশোরের দল জল কাদায় মাখামাখি হবে ফুটবল। তোমার অপেক্ষায় কাঁপে মানকঁচু ছাতা গেঁয়োবধূ হলুদ শাড়ির আঁচল পাতা। আমন ধান বাজালের দখিনের মাঠ ভরা জলে হবে স্নান সাঁতারের ঠাঁট। পোড়ামন ভেজাও আজ এই আষাড়ে বুনো ফুল কদম্ব হিজলপথে ভাসারে। বাউল রাত নামুক অসার আষাঢ়ে। এবং একটি অসমাপ্ত কবিতা আমার তখন কেউ ছিলোনা মস্ত আকাশ শূণ্য বিকেল মন খারাপের দিন। নদীর দুয়ার খোলা ছিলো বলে তীর ভাঙ্গা ঢেউ নাচতো আমার কূলে আমার তখন উদাস দুপুর বিষণ্নতায় লীন। একদা বিকেল বেলা মেঘগুড়গুড় বাদলা দিনে রঙধনু মেঘ বিজলী বাতির খেলা তখন তোমার মনের ভেতর নদীর জোয়ার ঢেউ তখন আমার চোখে কেবল আকাশ পোড়া রঙ পুড়ে পুড়ে খাক হয়েছি লোহিত রঙিন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।