নেট ভোলা জেলার মনপুরা উপজেলার ভাসানচরে আজ (বুধবার) পুলিশের সঙ্গে তিনঘন্টার বন্দুকযুদ্ধে ১০ জলদস্যু ও এক জেলে নিহত হয়েছে। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ওই বন্দুকযুদ্ধে তিন পুলিশসহ প্রায় ১০জন আহত হয়েছে ।
দুপুর দেড়টার দিকে ভাসানচরের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় ডাকাতির প্রস্তুতিকালে একদল জলদস্যুকে ধাওয়া করে পুলিশ। একপর্যায়ে জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশ এ সময় শতাধিক রাউন্ড গুলি চালানোর কথা স্বীকার করেছে।
এ ছাড়া, বন্দুকযুদ্ধের সময় শত শত জেলে পুলিশের সঙ্গে যোগ দিয়েছিল বলে পুলিশ দাবি করেছে। তিন ঘন্টার বন্দুকযুদ্ধের পর জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ১০ জলদস্যুর লাশ উদ্ধার করা হয় । এ ছাড়া, এ ঘটনায় ক্রসফায়ারে পড়ে নিহত হয়েছেন বিল্লাল হোসেন নামে এক নিরীহ জেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে ২টি কাটা রাইফেল, ২টি ট্রলার, দেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। ভোলা জেলার পুলিশের এসপি মোহাম্মাদ বশির আহমেদ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সুএ: http://www.statenewsbd.com ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।