আমাদের কথা খুঁজে নিন

   

ভোলায় ভ্রমণ সংক্রান্ত জরূরী তথ্যসমূহ

'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে। প্রিয় সামহোয়্যার ইন ব্লগে আমার বেশ কিছু পোস্ট রয়েছে যেগুলো প্রায় প্রতিদিনই আমি সহ অনেকের কাজে লাগছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো: ১. আমার ভ্রমণ-কাহিনী ও ছবি ব্লগ গুলোর কালেকশন ২. আমার ফোনবুকে থাকা বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ আবাসিক হোটেল নম্বরসমূহ ৩. আমার ফোনবুকে থাকা গুরুত্বপূর্ণ নম্বরসমূহ: পর্ব-২ কাজের এই পোস্টগুলো আমি প্রকৃতঅর্থেই নিজের এবং অন্যেরও যেন কাজে আসে, সেজন্যে নিয়মিত আপডেট করে আসছি। আমার ভ্রমণ সংক্রান্ত পোস্টগুলোতে জরুরী তথ্যসমূহ একত্রিত করার চেষ্টা করেছি যেন পরবর্তীতে যে কেউ তা অনুসরণ করে সেই স্থানে যেতে পারেন এবং তার ভ্রমণ আনন্দদায়ক হয়।

সম্মানিত ব্লগারগণও তাঁদের মূল্যবান মতামত এবং সঠিক তথ্য প্রদান করে আমার লেখাগুলোকে সার্থক করে তুলেছেন। এ জন্যে সামহোয়্যার ইন ব্লগের সকল ব্লগারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুবই সংক্ষিপ্ত এক সফরে সম্প্রতি ভোলা যাবার সুযোগ হয়েছিল। এ পর্বে ভোলায় ভ্রমণ সংক্রান্ত কিছু তথ্য তাই সবার সাথে শেয়ার করছি। পরবর্তী পর্বে ভোলার দর্শনীয় স্থান ভ্রমণ সংক্রান্ত একটি লেখা পোস্ট করার ইচ্ছে আছে।

কিভাবে ভোলা যাওয়া যাবে: ভোলা যাবার জন্যে লঞ্চ পথ বেছে নেওয়াটাই উত্তম। শুধু সদরঘাট পর্যন্ত যানজট এড়িয়ে কোন মতে লঞ্চে উঠে পড়তে পারলেই তারপরের জার্নিটুকু আরামদায়ক। ভোলা যাবার জন্যে লঞ্চের তথ্যগুলো: ১. এম.ভি ভোলা এবং এম.ভি সম্পদ: ঢাকা অফিস: ০২৮১৮৯৩০৪, ভোলা অফিস: ০৪৯১ ৬১২৩৬, ৩/এ, হাসান টাওয়ার ১০ম তলা, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ ২. এম.ভি কর্ণফুলী: ঢাকা অফিস: ০১৭১২২৮১৭৮৭, ০১৭১৬৯১০৫৫১, ভোলা অফিস: ০১৭১২০৩৬৭৭৯ ৩. এম.ভি লালী: ঢাকা অফিস: ০১৭১১৪২০৪২৭, ভোলা অফিস: ০১৭১১৯০৫৪৭১ সড়ক পথেও ভোলা যাওয়া যায়। সেক্ষেত্রে ঢাকা থেকে লক্ষীপুর পর্যন্ত যেতে হবে। এরপর সী-ট্রাকে করে নদী পার হতে হবে।

লক্ষীপুর থেকে ভোলা পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টায় সী-ট্রাক ছেড়ে যায়। বাস সার্ভিসের জন্যে যোগাযোগ করুন: ১. ঢাকা এক্সপ্রেস (হিনো চেয়ারকোচ সার্ভিস), ঢাকা বুকিং অফিস: জনপথ, সায়েদাবাদ, ফোন: ০২৭৫৪৫৮৩৮, রায়পুর (লক্ষীপুর): ০১৭১৬৯৩০৩৮২ ২. ইকোনো পরিবহন: জনপথ, সায়েদাবাদ ভোলায় থাকার ভালো হোটেল: ১. হোটেল জেড ইন্টারন্যাশনাল: সদর রোড, জিয়া সুপার মার্কেট। ফোন: ০৪৯১ ৬১০০৯ ২. হোটেল আফরোজ: সদর রোড। ফোন: ০১৭৫৮৬৭৭৩৩৮, ০৪৯১ ৬১৩৪৪ ৩. হোটেল হাবিব: হাবিব সুপার মার্কেট, ৩য় তলা, মহাজন পট্টি, সদর রোড। ফোন: ০১৭১৮৮৫২১১৬, ০১৮৩২২০৫৫৪৬ ৪. হোটেল রয়্যাল প্যালেস: চকবাজার।

ফোন: ০১৭২৭০০৯৮৯৭, ০৪৯১ ৬১৭০৪ মনপুরা দ্বীপে ঘুরতে যেতে হলে ভোলা সদর থেকে যাওয়া যাবে। এক্ষেত্রে মোটর সাইকেল চালক জনাব শাহজাহানের সাথে যোগাযোগ করতে পারেন: ০১৭৪০৫৫৭৬৫৮ সবাইকে শুভেচ্ছা। এই ব্লগটি লেখার ব্যাপারে সহযোগীতার জন্য ঢাকা মেডিকেল কলেজের কে-৬২ ব্যাচের আমার অনুজ প্রিয় ছোট ভাই সজীবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।