ভোলার দৌলতখান উপজেলায় সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। এসময় উভয়পক্ষের মধ্যে রক্তকক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, দৌলতখান উপজেলা সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে উপজেলা বিএনপি কার্যালয় থেকে র্যালি বের করে বিএনপি কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করার কথা। কিন্তু পথিমধ্যে হঠাৎ আওয়ামী লীগ কর্মীরা বিএনপি কার্যালয়ে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা বিএনপি কর্যালয়ের আসবাব পত্র ভাঙ্গচুর করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৭ জন গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে ৫জনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।