আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ আজকের ইত্যাদি ও নিয়মিত শিল্পীদের গান

বিটিভিতে আজকের ইত্যাদি দেখলাম। বরাবরের মত ভালই লাগল। সবগুলি বিষয়, বিভিন্ন গান ও অন্যান্য টপিক্স ভাল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী ভাল লেগেছে দর্শকদের অংশগ্রহনে নাটিকা এবং শেষে অন্ধ স্ত্রী ও তার স্বামীর সংসার এর বিষয় নিয়ে প্রতিবেদন। আমার কাছে যে বিষয়টা ভাল লাগেনি তা হল, ইত্যাদির নিয়মিত শিল্পীদের গান।

বচন-প্রচবচন নিয়ে একটি গান হল…...বাতির নীচে অন্ধকার…..তারপর আর মনে করতে পারছিন। গানটি জীবন ঘনিষ্ট। কিন্তু কথা হল যে, গানে নাচানাচি ঠিক আছে কিন্তু গানের যে কথা সেটাই ঠিকমত বুঝতে পারিনি মিউজিকের কারণে। গানের কথার সাথে আবার যন্ত্রের সুরের সংযোগের ফলে গানটা পরিস্কার ভাবে বুঝা যায়নি। এধরণের গানের কথা ষ্পষ্ট হওয়া বাঞ্চনীয়।

যদি কোন প্রতিষ্ঠিত শিল্পী যেমন, আমার মনে হয়েছে শিল্পী হায়দার বা যার গায়কী স্পষ্ট এমন কেউ হলে ভাল হত। আর এই গানে মনে হয় প্রচুর খরচ এমনিতেই হয়েছে। আর ইত্যাদিতে কিন্তু এসব বিষয়/অসঙ্গতি নিয়েই অন্যদের সমালোচনা করে যা আমরাও ঠিক মনে করি। এই একটি বিষয় ব্যতীত অন্য সবগুলি ভাল লেগেছে যা আগেই বলেছি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।