চাই চিন্তার পূনর্জাগরন আমার আজন্ম সাধ, কোন এক সর্বগ্রাসী জোছনায় বিবাগী হব। নগ্নপায়ে শিশিরের ছোঁয়া ছাড়া আর কিছুই নেব না সাথে। সঞ্চিত মূহুর্তূগুলো জলের দামে বেচে দেব কল্পালোকে, আমার আজন্ম সাধ, আমি নিঃস্ব হব। অতঃপর মাধুকরী হয়ে, তৃষ্ণার্ত বুক নিয়ে নির্ঘুম দরজার সামনে প্রতীক্ষায় থাকব তারা খসে পরার ইচ্ছেপ্বপ্নের। আমার আজন্ম সাধ, আমি অনাহুত হব। খুব সাবলীল ভঙ্গীতে জানতে চাইবে এখনও ভয়ঙ্কর সুন্দরে মরে যেতে ইচ্ছে হয় কি না। তারপর... আমি এমনভাবে হারিয়ে যাব যেন, আমাকে মনে করবার জন্য আবার এমন একটি জোছনার প্রয়োজন হয় যা সহস্র বছরে একবারই আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।