আমাদের দেশের NCTB র ওয়েবসাইটে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বইগুলো ডাউনলোড করা গেলেও ইংরেজি ভার্সনের ও একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলো নেই, তাছাড়া বই ডাউনলোড করতে যথেষ্ঠ সমস্যা হয়। মাযে মধ্যে হ্যাক হয়ে যায়।
যা হোক ইন্টারনেটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইগুলো খোঁজ করতে গিয়ে ভারতের তামিলনাডু প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের খোঁজ পেলাম। আমি সেখান থেকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি ভার্সনের সবগুলো বই ডাউনলোড করে নেই। আপনারাও ইচ্ছা করলে ডাউনলোড করতে পারেন।
View this link
বইগুলো ডাউনলোড করতে গিয়ে আশ্চার্য হলাম। ভারতের রাষ্ট্রিয় ভাষা হিন্দি হওয়া সত্বেও হিন্দি ভাষায় কোন বই নেই। বইগুলো হচ্চে তামিল,তেলেগু,মালয়লম,উর্দু ও ইংরেজি ভাষায়। (শুনেছি তারা নাকি হিন্দি ভাষা পছন্দ করে না। এই কারণে নাকি হিন্দি ছবিগুলো তামিল ভাষায় ডাবিং করে প্রচার করা হয়) অথচ বাংলাদেশ ভিন্ন দেশ হওয়া সত্বেও আমাদের কিছু লোক হিন্দির প্রতি আগ্রহী।
মাদ্রাসার ছাত্র হিসাবে উর্দু সামান্যতম পড়তে ও লিখতে পারি, কিন্তু বিদেশে ভারতীয় ও পাকিস্তানিদের সাথে হিন্দি/উর্দুতে কথা বলতে লজ্জা লাগে, এবং তা ব্যাবহারও করি না। যদিও আমাদের বাংলাদেশীদের কেহ কেহ তাদের সাথে সাথে হিন্দিতে কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করেন।
পরিশেষে যে কথাটি বলতে চাই,তা হল ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের NCTB ওয়েবসাইটে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বইগুলো বাংলা/ ইংরেজি মাধ্যমে দিয়ে দেওয়া হউক
এবং আমরা অন্য ভাষার প্রতি লালায়ীত না হয়ে নিজের ভাষা ও দেশের প্রতি শ্রদ্ধা করা শিখি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।