জার্মানী অভিজ্ঞতা নিয়ে লিখে রেখেছি আরেকটা পর্ব কিন্তু রুমানা-সাইদকে নিয়ে এখন ব্লগের যে অবস্থা তাতে পরেই পাবলিশ করি। বরং সীমাহীন বিনোদন রজনীকান্তের কিছু ফ্যাক্ট শেয়ার করি। এই টপিকে আগের লেখাটা পড়তে পারেন: রজনীকান্ত সমগ্র
রজনীকান্ত যা যা করতে পারে:
■ রজনীকান্ত ম্যাগনিফাইং গ্লাসে সূর্যের আলো দিয়ে পিঁপড়া'র গায়ে আগুন লাগাতে পারেন। সেটা রাতের বেলায়।
■ রজনীকান্ত এতই জোরে দৌড়াতে পারেন যে তিনি পুরো পৃথিবী চক্কর দিয়ে এসে নিজেই নিজের মাথায় পেছন থেকে ঘুষি মারতে পারেন।
■ একবার রজনীকান্ত একটা দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। রেস শেষে আইন্সটাইন কোনমতে হার্ট অ্যাটাক থামিয়েছিলেন কারণ লাইট থার্ড হয়েছিল সেই রেসে এবং রজনীকান্ত প্রথম। দ্বিতীয় হয়েছিল তার ছায়া।
■ একবার ডাইনোসররা রজনীকান্তের কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত দিতে অস্বীকার করেছিল। আফসোস, সেদিনের পরে থেকে আর কেউ কখনো ডাইনোসর দেখেনি।
■ রজনীকান্ত পিয়ানো দিয়ে ভায়োলিন বাজাতে পারেন।
■ টাটা ন্যানো মডেলের একটা গাড়িতে রজনীকান্ত এবং তার গার্লফ্রেন্ড সুখ সময় পার করছিলেন, হঠাৎ এক ফোঁটা বের হয়ে গাড়ির ইঞ্জিনে চলে যায় এবং এখন আমরা সেই গাড়িটিকে ফেরারী বলে জানি।
■ রজনীকান্ত ধাম করে শব্দ করে একটা রিভলভিং দরজা বন্ধ করতে পারেন।
■ একবার একটা ঘোড়া এর কাছে লাথি খেয়েছিল, আজকে সেই প্রাণীটির নাম জিরাফ।
■ শূন্য দিয়ে ভাগ করতে পারেন রজনীকান্ত।
■ যদি রজনীকান্ত তাকিয়ে থাকে তাহলে পানি তাড়াতাড়ি গরম হয়।
■ ডিম আগে না মুরগি আগে এই প্রশ্নের উত্তর জানেন রজনীকান্ত
■ রজনীকান্ত পেইনকিলার ওষুধকে পেইন দিতে পারেন।
■ কিছু জাদুকর পানির উপর হেঁটে দেখাতে পারেন। রজনীকান্ত মাটিতে সাঁতার কাটতে পারেন।
■ রজনীকান্ত মিসকল রিসিভ করতে পারেন।
■ সবশেষে, রজনীকান্ত তার গার্লফ্রেন্ডকে স্যরি বলাতে পারেন।
এবার আরো কিছু রজনীকান্ত ঘটনা:
■ একবার রজনীকান্তের গার্লফ্রেন্ড একটা গুন্ডা টিজ করেছিল। রজনীকান্ত সেটা শোনার পরে তার মোবাইল বের করলো এবং গুন্ডাটাকে একটা মিসকল দিল...আফসোস, গুন্ডা ভাইটার মোবাইল এত জোরে ভাইব্রেট করে উঠলো যে সে ওখানেই শেষ (বলেন ইন্নালিল্লাহ)
■ একটা বাচ্চাকে রজনীকান্ত একবার শিখিয়েছিল কিভাবে তালা ছাড়াই দরজা খুলতে হয়। বড় হবার পরে সেই বাচ্চাটাকে আমরা সবাই এখন চিনি: CID ইনস্পেক্টে "দায়া"।
■ এর সুপার পাওয়ার:
*****
ড্রাফট থেকে শেয়ার করা।
মূল লেখাগুলো ছড়িয়ে ছিটিয়ে ইন্টারনেটে পাওয়া যাবে।
ভাল থাকবেন সবাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।